PAKHI DEKHUN PAKHI CHINUN # 723(Observe the Bird and recognize)...TAWNY PIPIT ...COLOURED PENCIL...A5.....2016...[ From the ref. Photograph of Mr. Pranjal J. Saikia ]... The tawny pipit (Anthus campestris) is a medium-large passerine bird which breeds in much of temperate Europe and Asia, and northwestAfrica. It is a migrant moving in winter to tropical Africa and the Indian subcontinent. The scientific name is from Latin. Anthus is the name for a small bird of grasslands, and the specific campestris means "of the fields".
This is a large pipit, 16 centimetres (6.3 in) long with wing-span 25–28 centimetres (9.8–11.0 in), but is an undistinguished looking species on the ground, mainly sandy brown above and pale below. It is very similar to Richard's pipit, but is slightly smaller, has shorter wings, tail and legs and a narrower dark bill. It is also less streaked. Its flight is strong and direct, and it gives a characteristic "schip" call, higher pitched than Richard's.
Its song is a short repetition of a loud disyllabic chir-ree chir-ree.
In south Asia, in winter some care must be taken to distinguish this from other large pipits which winter or are resident in the area, including Richard's pipit, Blyth's pipit and paddyfield pipit. Tawny pipit is insectivorous, like its relatives.
The breeding habit is dry open country including semi-deserts. The nest is on the ground, with 4-6 eggs being laid.
[info:wikipedia]
This is a large pipit, 16 centimetres (6.3 in) long with wing-span 25–28 centimetres (9.8–11.0 in), but is an undistinguished looking species on the ground, mainly sandy brown above and pale below. It is very similar to Richard's pipit, but is slightly smaller, has shorter wings, tail and legs and a narrower dark bill. It is also less streaked. Its flight is strong and direct, and it gives a characteristic "schip" call, higher pitched than Richard's.
Its song is a short repetition of a loud disyllabic chir-ree chir-ree.
In south Asia, in winter some care must be taken to distinguish this from other large pipits which winter or are resident in the area, including Richard's pipit, Blyth's pipit and paddyfield pipit. Tawny pipit is insectivorous, like its relatives.
The breeding habit is dry open country including semi-deserts. The nest is on the ground, with 4-6 eggs being laid.
[info:wikipedia]
পাখি দেখুন পাখি চিনুন#৭২৩....টওনি পিপিট... কালারড পেন্সিল...এ৫...২০১৬...[ From the ref. Photograph of Mr. Pranjal J. Saikia ]টওনি পিপিট (Anthus campestris) একটি মাঝারি বড় আকারের চড়াই-জাতীয় পাখি যা নাতিশীতোষ্ণ ইউরোপ এবং এশিয়া এবং উত্তর-পশ্চিম আফ্রিকায় দেখা যায়। পরিযায়ী এই পাখি শীতকালে ক্রান্তীয় আফ্রিকা এবং ভারতীয় উপমহাদেশে আসে। বৈজ্ঞানিক নামটি তৈরী হয়েছে ল্যাটিন Anthus যার অর্থ তৃণভূমির ছোট পাখি এবং campestris মানে "ক্ষেত্র" শব্দ জুড়ে ।
16 সেন্টিমিটার (6.3) দীর্ঘ, পাখার প্রসার 25-28 সেন্টিমিটার ( 9.8-11.0 ইঞ্চি) । বিশেষত্বহীন প্রজাতি, উপরে প্রধানত বেলে বাদামী রঙ এবং নিচে সেটা হাল্কা হয়। রিচার্ডস পিপিট এর অনুরূপ, কিন্তু মাপে সামান্য ছোট, ছোটো পাখনা পা ও লেজ । ঠোঁটও ছোটো। গায়ে ডোরাকাটা ক্ম থাকে। এদের ওড়ার ক্ষমতা দারুন। "schip" ধরনের শব্দের ডাক যা রিচার্ডস পিপিটের থেকে উচ্চতর মাত্রার।
গান একটি উচ্চমাত্রার দ্বিস্বরা chir-Ree chir-Ree পুনরাবৃত্তি যুক্ত শব্দমালা।
প্রায় একই ধরনের দেখতে হয়ার জন্য অন্য পিপিট প্রজাতি থেকে এদের আলাদা ভাবে চেনার জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।
অন্যান্য পিপিটদের মতই কীটভক্ষক ।আধা মরুভূমি এলাকায় এরা প্রজনন করে বাসা বানায় মাটিতে। 4-6 টি ডিম পাড়ে।
16 সেন্টিমিটার (6.3) দীর্ঘ, পাখার প্রসার 25-28 সেন্টিমিটার ( 9.8-11.0 ইঞ্চি) । বিশেষত্বহীন প্রজাতি, উপরে প্রধানত বেলে বাদামী রঙ এবং নিচে সেটা হাল্কা হয়। রিচার্ডস পিপিট এর অনুরূপ, কিন্তু মাপে সামান্য ছোট, ছোটো পাখনা পা ও লেজ । ঠোঁটও ছোটো। গায়ে ডোরাকাটা ক্ম থাকে। এদের ওড়ার ক্ষমতা দারুন। "schip" ধরনের শব্দের ডাক যা রিচার্ডস পিপিটের থেকে উচ্চতর মাত্রার।
গান একটি উচ্চমাত্রার দ্বিস্বরা chir-Ree chir-Ree পুনরাবৃত্তি যুক্ত শব্দমালা।
প্রায় একই ধরনের দেখতে হয়ার জন্য অন্য পিপিট প্রজাতি থেকে এদের আলাদা ভাবে চেনার জন্য বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।
অন্যান্য পিপিটদের মতই কীটভক্ষক ।আধা মরুভূমি এলাকায় এরা প্রজনন করে বাসা বানায় মাটিতে। 4-6 টি ডিম পাড়ে।
No comments:
Post a Comment