Wednesday, December 28, 2016

পাখি দেখুন পাখি চিনুন ..ক্ল্যামারাস রিড ওয়ারব্লার ...OBSERVE THE BIRD AND RECOGNIZE...CLAMOROUS REED WARBLER.

PAKHI DEKHOON PAKHI CHINOON NO. 679.. OBSERVE THE BIRD AND RECOGNIZE...CLAMOROUS REED WARBLER... MIXED MEDIA...A4... 2016..[ From Ref. photograph of Mr. PANKAJ GUPTA]... The clamorous reed warbler (Acrocephalus stentoreus) is an Old World warbler in the genus Acrocephalus. It breeds from Egypt eastwards through Pakistan, Afghanistan and northernmost India to south China, southeast Asia and south to Australia. There is also an endemic race in Sri Lanka.
Most populations are sedentary, but the breeding birds in Pakistan, Afghanistan and north India are migratory, wintering in peninsular India and Sri Lanka.
This passerine bird is a species found in large reed beds, often with some bushes. 3-6 eggs are laid in a basket nest in reeds.
Clamorous reed warbler is a large song thrush-sized warbler at 18–20 cm. The adult has an unstreaked brown back and whitish underparts. The forehead is flattened, and the bill is strong and pointed. The sexes are identical, as with most warblers. It is very like great reed warbler, but that species has richer coloured underparts.
Like most warblers, clamorous reed warbler is insectivorous, but will take other small prey items.
The song is loud and far carrying, but less raucous than great reed warbler. It is a slow, chattering kereet-kereet-kereet with typically acrocephaline whistles and mimicry added.[INFO:WIKIPEDIA]

পাখি দেখুন পাখি চিনুন - ৬৭৯..ক্ল্যামারাস রিড ওয়ারব্লার ...MIXED MEDIA...A4... 2016..[ From Ref. photograph of Mr. PANKAJ GUPTA]ক্ল্যামারাস রিড ওয়ারব্লার (Acrocephalus stentoreus) Acrocephalus গোত্রের একটি ওল্ড ওয়ার্ল্ড ওয়ারব্লার পাখি। ইজিপ্টের পূর্ব প্রান্ত হয়ে পাকিস্তান, আফগানিস্তান ও উত্তরদিকের ভারত ছুঁয়ে দক্ষিণ চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ অস্ট্রেলিয়া তে এদের দেখা যায়। এছাড়াও শ্রীলংকাতেও একটি প্রজাতিকে দেখা যায়।
পাকিস্তানে মূলত প্রজনন , আফগানিস্তান ও উত্তর ভারতে এই পাখি পরিযায়ী, উপদ্বীপীয় ভারত ও শ্রীলঙ্কায় শীতকালে এদের বিচরণ।
এই পাখিদের নলখাগড়ার ঝোপে বাসা বানাতে দেখা যায়। ৩-৬টি ডিম একটি ঝুড়ির মত দেখতে বাসার মধ্যে পাড়ে।
ক্ল্যামারাস রিড ওয়ারব্লার ১৮-২০ সে.মি. লম্বা হয়। প্রাপ্তবয়স্ক দের দাগহীন বাদামী পশ্চাৎ ভাগ এবং সাদাটে নিম্নভাগ দেখা যায়। কপাল চেপটা ধরনের এবং ঠোঁট শক্তিশালী এবং সূচালো। নারী ও পুরুষ অন্যান্য ওয়ারব্লারদের মতই অভিন্ন দেখতে। এরা গ্রেট রিড ওয়ারব্লার এর মতই দেখতে কিন্তু নিম্নভাগ গ্রেটদের মত রঙিন হয় না।
সব ওয়ারব্লারদের মতোই এরাও কীটভক্ষক , কিন্তু সুযোগ পেলে অন্যান্য ছোট শিকার ক্রতেও পিছপা হয় না।
গান উচ্চ মাত্রার এবং ধারাবাহিক। কিন্তু গ্রেট রিড ওয়ারব্লারদের চেয়ে কম কর্কশ হয়। এটা একটি ধীর গতিতে অনেকটা বক বক করার মতো কিরিট কিরিট কিরিট করে ডেকে চলে। সাথেই সুরেলা শিস দিতে ও অন্যান্য শব্দের নকল করতেও শোণা যায়।

No comments:

Post a Comment