Friday, December 30, 2016

পাখি দেখুন পাখি চিনুন ...ইউরেশীয় স্পুন বিল ...OBSERVE THE BIRD AND RECOGNIZE...EURASIAN SPOONBILL

PAKHI DEKHOON PAKHI CHINOON #662. OBSERVE THE BIRD AND RECOGNIZE...EURASIAN SPOONBILL... WATERCOLOUR...A4... 2016..[From the photograph of Mr. Sumit Sengupta]... The Eurasian spoonbill or common spoonbill (Platalea leucorodia) is a wadingbird of the ibis and spoonbill family Threskiornithidae. 
This is a Palearctic species, breeding from the United Kingdom and Spain in the west through to Japan, and also in North Africa. In Europe, only The Netherlands, Spain, Austria, Hungary and Greece have sizeable populations. Most birds migrate to the tropics in winter, with European breeders mainly going to Africa, but a few remaining in mild winter areas of western Europe south to the United Kingdom. This bird is a widespread winter visitor and resident in India.
This species is almost unmistakable in most of its range. The breeding bird is all white except for its dark legs, black bill with a yellow tip, and a yellow breast patch like a pelican. It has a crest in the breeding season. Non-breeders lack the crest and breast patch, and immature birds have a pale bill and black tips to the primary flight feathers. Unlike herons, spoonbills fly with their necks outstretched. The Eurasian spoonbill differs from the African spoonbill with which in overlaps in winter, in that the latter species has a red face and legs, and no crest.
They are mostly silent. Even at their breeding colonies the main sounds are bill snapping, occasional deep grunting and occasional trumpeting noises.
Eurasian spoonbills show a preference for extensive shallow, wetlands with muddy, clay or fine sandy beds.
The diet consists of aquatic insects, mollusks, newts, crustaceans, worms, leeches,frogs, tadpoles and small fish up to 10–15 cm (3.9–5.9 in) long.[info:wikipedia]

পাখি দেখুন পাখি চিনুন#৬৬২ ...ইউরেশীয় স্পুনবিল ... ওয়াটার কালার ...a4 ...২০১৬ ...[From the photograph of Mr. Sumit Sengupta]...ইউরেশীয় স্পুনবিল বা সাধারণ স্পুনবিল (Platalea leucorodia) আইবিস এবং স্পুনবিল পরিবার Threskiornithidae ভুক্ত একটি জলচর পাখি।
এর
া উত্তর আফ্রিকার একটি Palearctic প্রজাতি। ইউনাইটেড কিংডম, স্পেন সহ পশ্চিমে জাপান এবং উত্তর আমেরিকায় এদের প্রজনন ক্ষেত্র। ইউরোপে, শুধুমাত্র নেদারল্যান্ড, স্পেন, অস্ট্রিয়া, হাঙ্গেরি ও গ্রিসে এদের বিচরণ করতে দেখা যায়। অধিকাংশ পাখি, শীতকালে ট্রপিকাল এলাকায় মাইগ্রেট করে যায়।ইউরোপে জন্ম নেওয়া পাখিরা প্রধানত আফ্রিকায় যায়। কিছু দক্ষিণ পশ্চিম ইউরোপের মৃদু শীত যুক্ত এলাকায় থেকে যায়। এই পাখিদের শীতকালে ভারতে্র বাসিন্দা রুপে ব্যাপকভাবে দেখতে পাওয়া যায়।
এই প্রজাতির পাখিদের চেনা বেশ সহজ ওদের ঠোঁটের জন্য। প্রজনন কালে এই পাখিদের কালছে পা, একটি হলুদ টিচপ যুক্ত কালো ঠোঁট এবং একটি পেলিক্যান দের মত বুকে একটি হলুদ প্যাচ দেখা যায় এছাড়া বাকি সব সাদা। এদের প্রজনন মৌসুমে একটি ঝুঁটির আবির্ভাব হয়। অ প্রজননকারীদের মাথাতে ঝুঁটি ও বুকের প্যাচ থাকে না এবং অপ্রাপ্ত বয়স্ক পাখিদের পাণ্ডুবর্ণ ঠোঁট এবং প্রাথমিক পালক কালো টিপ দেখা যাজায়। বক জাতীয় পাকিদের তুলনা্য স্পুনবিল রা তাদের গলা প্রসারিত করে ওড়ে। ইউরেশীয় স্পুনবিলদের আফ্রিকান স্পুনবিলদের থেকে আলাদা করে চেনা যায়। আফ্রিকানদের মুখ এবং পায়ের রঙ লাল। কোন ঝুঁটিও থাকে না। 
এরা বেশিরভাগই চুপচাপ থাকতেই ভালোবাসে। এমনকি তাদের প্রজনন উপনিবেশগুলিতে ঠোঁটে ঠোঁট ঠোকা, অনিয়মিত গভীর ঘোঁৎ ঘোঁৎ এবং মাঝে মাঝে ট্রাম্পেট বাজনার মত শব্দ শোণা যায়।
এরা প্রধানত অগভীর, কর্দমাক্ত, কাদামাটি যুক্ত জলাভূমি এবং বালুচরে বসবাস পছন্দ করে।
খা্দ্যতালিকায় জলজ পোকামাকড়, শামুক, কাঁকড়া, গোসাপ, জলজ পোকামাকড়, জোঁক, ব্যাঙ, এবং 10-15 সেমি (3.9-5.9 ইঞ্চি) দীর্ঘ ছোট মাছ থাকে।

No comments:

Post a Comment