PAKHI DEKHOON PAKHI CHINOON NO. 674.. OBSERVE THE BIRD AND RECOGNIZE...MARSH BABBLER... WATERCOLOUR...A4... 2016..[ From Ref. photograph of Mr. FIROZ HUSSAIN]... The marsh babbler (Pellorneum palustre) is a member of the Pellorneidae family. The marsh babbler is endemic to the Brahmaputra floodplain, its associated tributaries and adjacent hill ranges in Assam, Arunachal Pradesh and Meghalaya inIndia and eastern Bangladesh.
15 cm. long Smallish round-tailed babbler, dark brown above and whitish below, with rufous-buff flanks and heavy dark breast streaks. Crown, upperparts, upperwing and tail are brown.
Highly vocal. Song an electric crackling followed by rapid downscale whinnying,
No information on diet; presumably small invertebrates and some vegetable matter. Very skulking;
population probably declining rapidly in response to widespread loss of habitat.
15 cm. long Smallish round-tailed babbler, dark brown above and whitish below, with rufous-buff flanks and heavy dark breast streaks. Crown, upperparts, upperwing and tail are brown.
Highly vocal. Song an electric crackling followed by rapid downscale whinnying,
No information on diet; presumably small invertebrates and some vegetable matter. Very skulking;
population probably declining rapidly in response to widespread loss of habitat.
পাখি দেখুন পাখি চিনুন - ৬৭৪...মারস ব্যাব্লার ...WATERCOLOUR...A4... 2016..[ From Ref. photograph of Mr. FIROZ HUSSAIN]... ... মারস ব্যাব্লার (Pellorneum palustre) Pellorneidae পরিবারের একটি সদস্য। মারস ব্যাব্লার এর বিচরণ ক্ষেত্র ব্রহ্মপুত্রের প্লাবনভূমি ও তার সাথে যুক্ত উপনদী এবং আসাম, অরুণাচল প্রদেশ ও মেঘালয়ের পর্বত অঞ্চল সাথেই পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকা।
১৫ সেন্টিমিটার দীর্ঘ। ছোট্ট বৃত্তাকার লেজওয়ালা ব্যাব্লার। গাঢ় বাদামী রঙ উপরে এবং নিচেটা সাদাটে। রুফাস বাফ রঙ মেশানো গা সাথেই কালছে দাগ টানা টানা বুক। মস্তকাবরণ, উপরিভাগ, পাখনার তলার দিক ও লেজ বাদামী রঙের হয় ।
অত্যন্ত উচ্চকণ্ঠ যুক্ত আওয়াজ। গানথ যেন একটি বৈদ্যুতিক কচ কচি সাথেই দ্রুত নিম্ন মাত্রার মৃদু হ্রেষাধ্বনির মত অনুসৃত।
খাদ্য তালিকার বিশেষ কোনও খোঁজ নেই। সম্ভবতঃ ছোট অমেরুদন্ডী ও কিছু ফল খেতে অভ্যস্ত।খুব ছটপটে এবং সতর্ক প্রকৃতির।
সংখ্যায় দ্রুত নিম্নগামী হচ্ছে আবাসস্থলের ব্যাপক ক্ষতির কারনে।
অত্যন্ত উচ্চকণ্ঠ যুক্ত আওয়াজ। গানথ যেন একটি বৈদ্যুতিক কচ কচি সাথেই দ্রুত নিম্ন মাত্রার মৃদু হ্রেষাধ্বনির মত অনুসৃত।
খাদ্য তালিকার বিশেষ কোনও খোঁজ নেই। সম্ভবতঃ ছোট অমেরুদন্ডী ও কিছু ফল খেতে অভ্যস্ত।খুব ছটপটে এবং সতর্ক প্রকৃতির।
সংখ্যায় দ্রুত নিম্নগামী হচ্ছে আবাসস্থলের ব্যাপক ক্ষতির কারনে।
No comments:
Post a Comment