Monday, December 26, 2016

‘পাখি দেখুন পাখি চিনুন’ ...ইন্ডিয়ান রোলার...[Observe the bird and recognize]…INDIAN ROLLER

PAKHI DEKHOON PAKHI CHINOON#701..[Observe the bird and recognize]…INDIAN ROLLER … coloured pencil…a5…. [From The Ref. Photograph of ???]
The Indian roller (Coracias benghalensis), is a member of the roller family of birds. They are found widely across tropical Asia stretching from Iraq eastward across the Indian Subcontinent to Indochina and are best known for the aerobatic displays of the male during the breeding season. They are very commonly seen perched along roadside trees and wires and are commonly seen in open grassland and scrub forest habitats. It is not migratory, but undertakes some seasonal movements. The largest populations of the species are within India. The Indian roller has been chosen as the state bird by the Indian states of Andhra Pradesh, Odisha, Karnataka and Telangana.
The Indian roller is a stocky bird about 26–27 cm long and can only be confused within its range with the migratory European roller. The breast is brownish and not blue as in the European Roller. The crown and vent are blue. The primaries are deep purplish blue with a band of pale blue. The tail is sky blue with a terminal band of Prussian blue and the central feathers are dull green. The neck and throat are purplish lilac with white shaft streaks. The bare patch around the eye is ochre in colour. The three forward toes are united at the base. Rollers have a long and compressed bill with a curved upper edge and a hooked tip. The nostril is long and exposed and there are long rictal bristles at the base of the bill.
The Indian roller is very common in the populated plains of India and associated with legends. It is said to be sacred to Vishnu, and used to be caught and released during festivals such as Dussera and Durga Puja. A local Hindi name isneelkanth, meaning "blue throat", a name associated with the deity Shiva (who drank poison resulting in the blue throat).
Another local name in Telugu is 'pala pitta', and in Kannada it is 'neelakanthi'.[INFO:WIKIPEDIA]

 ‘পাখি দেখুন পাখি চিনুন’ ...ইন্ডিয়ান রোলার... কালারড পেন্সিল...এ৫ ... ২০১৬
ইন্ডিয়ান রোলার (Coracias benghalensis), পাখি Roller পরিবারের সদস্য । গ্রীষ্মমন্ডলীয় এশিয়া থেকে শুরু করে ইরাক, পূর্বদিকে ইন্দোচীন থেকে ভারতীয় উপমহাদেশ জুড়ে জুড়ে ব্যাপকভাবে দেখতে পাওয়া যায় । প্রজনন মৌসুমে পুরুষ পাখিদের মাঝআকাশে aerobatic প্রদর্শনের জন্য এদের ইংরেজী নামকরন টি হয়েছে। সাধারণভাবে পথিপার্শ্বস্থ গাছ এবং ইলেকট্রিক বা টেলিফোনের তারের ওপর এদের বসে থাকতে দেখা যায়। এরা পরিযায়ী নয়, যদিও কিছু কিছু মরসুমে এরে দূর দূরান্তে উড়ে যায়। এই পাখি অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, কর্ণাটক ও তেলেঙ্গানার ভারতীয় রাজ্যের দ্বারা রাজ্য পাখি হিসেবে নির্বাচিত করা হয়েছে ।
ইন্ডিয়ান রোলার পাখি 26-27 সেমি লম্বা । অনেকসময় পরিযায়ী ইউরোপীয় রোলারের সঙ্গে মিশে থাকায় বিভ্রান্ত হতে হয়। তবে ইন্ডিয়ান রোলারের বুক বাদামী যেখানে ইউরোপীয় রোলারের নীল । মুকুট এবং লেজ নীল রঙের হয় । প্রাইমারি পালকের এলাকায় নীলছে বেগুনীর ওপর ফ্যাকাশে নীল একটি ব্যান্ড দেখা যায়। লেজ প্রুশিয়ান নীল এবং কেন্দ্রীয় পালকে ফ্যাকাশে সবুজ আভা দেখা যায়। ঘাড় এবং গলায় বেগুনী আভা যুক্ত খয়েরী রঙের ওপর সাদা দাগ দাগ পালক লক্ষ্যনীয়। চোখের চারপংশ লোমহীন গৈরিক রঙের হয়। পায়ের সাম্নের তিন্টে আঙ্গুল একটি চামড়া দ্বারা যুক্ত থাকে। এদের ঠোঁট দীর্ঘ, বাঁকানো ঊর্ধ্ব প্রান্ত এবং হুকের মত অগ্রভাগ । নাসারন্ধ্র বেশ বড় ।
ইন্ডিয়ান রোলার ভারতের পৌরাণিক ভাবে মাহাত্ম্য যুক্ত একটি পাখি । একে ত্রিদেবের অন্যতম বিষ্ণুর সাথে সম্পর্ক যুক্ত মনে করা হয়। একে পড়ায় সব জায়গাতেই “নীলকণ্ঠ” নামে ডাকা হয়। যার সূত্র ধরে একে দেবতা শিবের সাথেও জুড়ে রাখা হয়েছে ।
তেলুগুতে স্থানীয় নাম 'পালা পিট্টা', এবং কন্নড়ে একে 'নীল কন্ঠী' বলা হয় ।

No comments:

Post a Comment