Sunday, December 25, 2016

পাখি দেখুন পাখি চিনুন.... রাডি কিংফিসার . (Observe the Bird and recognize)..RUDDY KINGFISHER

PAKHI DEKHUN PAKHI CHINUN # 708..(Observe the Bird and recognize)..RUDDY KINGFISHER ...[From a Photograph of Mr. Debapratim Saha].. WATERCOLOUR ...A4...2016 ... The ruddy kingfisher (Halcyon coromanda) is a medium-sized tree kingfisher which is widely distributed in east and southeast Asia, ranging from South Korea and Japan in the north, south through the Philippines to the Sunda Islands, and west to China and India. It is migratory, with birds in the northern part of the range migrating as far south as Borneo during winter. Locally common in southern parts of its range, the ruddy kingfisher is rare in Japan, where it is highly sought after by birders. Ruddy kingfishers inhabit forested areas from the temperate to tropical zones, often in thick jungles and rainforests.
Reaching approximately 25 cm, the ruddy kingfisher has a very large, bright red bill and equally red legs. The body is rust red, generally deepening to purple at the tail. There is little sexual dimorphism though some sources state that male birds are somewhat brighter in plumage.
Like other kingfishers, ruddy kingfishers generally feed on fish, crustaceans, and large insects, though in areas with less running water, they are known to take frogs and other amphibians. Due to its preference for heavily forested areas, the kingfisher's high, descending call is more often heard than the bird itself is seen, and these birds generally travel singly or in pairs.
The binomial name recalls the Coromandel Coast of India.
[INFO:WIKIPEDIA]

পাখি দেখুন পাখি চিনুন#৭০৮.... রাডি কিংফিসার . ওয়াটার কালার...এ৪ ...২০১৬... …[from the Ref. Photograph of Mr. Debapratim Saha].. রাডি কিংফিসার (Halcyo coromanda) একটি মাঝারি আকারের গেছো মাছরাঙ্গা যাদের পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তরে দক্ষিণ কোরিয়া এবং জাপান, দক্ষিনে ফিলিপাইন্স থেকে সুন্দা দ্বীপপুঞ্জ এবং পশ্চিমে ভারত ও চিনে দেখা যায়। এরা পরিযায়ী । শীতের সময় যতটা দক্ষিণে বোর্নিও পর্যন্ত ঊড়ে যায়। এই মাছরাঙা ক্রান্তীয় অঞ্চল নাতিশীতোষ্ণ এলাকার ঘন জঙ্গলে এবং রেনফরেস্ট এর মধ্যে বসবাস করে । 
গোত্র নামটি ভারতের করমণ্ডল কোস্ট এর সুত্রে রাখা হয়েছে।
প্রায় 25 সেমি দীর্ঘ, এই মাছরাঙ্গার বেশ বড় উজ্জ্বল লাল রঙের ঠোঁট এবং লাল পা ল ক্ষ্যনীয়। শরীর মরিচা লাল, লেজ এ লালের সাথে বেগুনী রঙের মিশ্রন থাকে। পুরুষ পাখিদের পালক মেয়েদের তুলনায় কিছুটা উজ্জ্বল রং এর হয়।
অন্যান্য মাছরাঙার মতো এরাও সাধারণত, মাছ, খোলাযুক্ত ছোট প্রানী, এবং বড় পোকামাকড় খেয়ে থাকে বহমান জলস্রোতের মধ্যে এদের ব্যাঙ ও অন্যান্য উভচর প্রানী ধরতেও দেখা যায়। যেহেতু এরা ঘ ন জঙ্গলাকীর্ণ এলাকায় বসবাস করে সেজন্য এই পাখিকে দেখতে পাওয়া যায় ক ম ডাক শোনা যায় বেশী ।

No comments:

Post a Comment