Friday, December 30, 2016

পাখি দেখুন পাখি চিনুন ... রেড ফ্রন্টেড সেরিন. ...OBSERVE THE BIRD AND RECOGNIZE...RED FRONTED SERIN

PAKHI DEKHOON PAKHI CHINOON #665... OBSERVE THE BIRD AND RECOGNIZE...RED FRONTED SERIN... WATERCOLOUR...A4... 2016..[ From Ref. photograph of Mr. Rajesh Panwar]... The red-fronted serin or fire-fronted serin (Serinus pusillus) is a small passerinebird in the finch family Fringillidae. It prefers high mountain regions and is 11–12 cm long.
This bird breeds in the Caucasus and the higher mountains of Turkey and Iran, with vagrants occasionally reaching the Greek Eastern Aegean Islands in winter. This bird is also found in Ladakh and other parts of the Indian Himalayas. Outside the breeding season, it occurs in small flocks, typically seen searching through thistle patches. It is a popular cagebird, and escapes from captivity are occasionally found throughout Europe.
The bird is variable in plumage, with adults resembling very dark redpolls. The foreparts are sooty and the forehead is red; juveniles have buff-brown heads. The call is a rapid, shrill "titihihihihihi", resembling that of a Linnet.
The bird will breed in captivity and thrives on a diet of canary grass seed, millet, and other small seeds. They bathe daily if water is accessible.
Song, often from tops of trees, bushes or similar prominent perch, also in flight. Softer and more Goldfinch-like with twittering notes, rather hurried, and many phrases repeated. A rapid ringing trill, 'trillit-drillt' usually give repeatedly in flight, otherwise a soft 'dueet' or 'tuueet' and a continuous ringing twittering 'bri-ihihihihi'.[info:wikipedia]

পাখি দেখুন পাখি চিনুন#৬৬৫ ... রেড ফ্রন্টেড সেরিন. ... ওয়াটার কালার ...a4 ...২০১৬ ...[From the photograph of Mr. Pranjal J Saikia].....রেড ফ্রন্টেড সেরিন বা ফায়ার ফ্রন্টেড সেরিন (Serinus pusillus) ফিঞ্চ পরিবারের গোত্রভুক্ত ringillidae গোত্রভুক্ত একটি ছোট passerine পাখি । এটি উচ্চ পর্বত অঞ্চলে থাকতে পছন্দ করে এবং 11-12 সেমি লম্বা হয়।
ককেশাসে এবং তুরস্ক ও ইরানের উচ্চতর পর্বতাঞ্চল মূলত এই পাখি প্রজাতির জন্মস্থান। ভবঘুরে প্রজাতিরা মাঝেমধ্যে শীতকালে গ্রিক পূর্ব এজিয়ান দ্বীপপুঞ্জ এও পৌঁছে যায়। এছাড়াও লাদাখ এবং ভারতীয় হিমালয়ের বিভিন্ন অংশে এদের দেখা পাওয়া যায়। প্রজনন মৌসুমের বাইরে, এদের ছোট ঝাঁকে ঝাঁকে থাক তে দেখা যায়। ইউরোপ এটি একটি জনপ্রিয় “cagebird” রুপে পরিচিত ।
এই পাখিদের পালকের বিভিন্নতা সময়ানুসারে লক্ষ্য করা যায়। প্রাপ্তবয়স্কদের কালছে রঙের প্রাধান্যতা থাকে। সামনের অংশ ফ্যাকাশে ধরনের হয় এবং কপাল লাল। অপ্রাপ্তবয়স্কদের বাদামি খয়েরি মাথা । 
এদের ডাক দ্রুতলয়ের উচ্চমাত্রার "titihihihihihi"। যার সাথে বাদামী বা ধূসর পালকযুক্ত ইউরোপবাসী লিনেট পাখির মিল দেখা যজায়। প্রায়ই গাছ, ঝোপঝাড় বা অনুরূপ চুড়া বিশিষ্ট উচু জায়গা থেকে এদের ডাক শোণা যায়। এছাড়াও ওড়ার সময় গোল্ড ফিঞ্চদের মতো ডাক ছাড়ে। কোন কোন ক্ষেত্রে তা দ্রুত ও পুনরাবৃত্তির মত শোনায়। সাধারণত 'trillit-drillt' অন্যথায় একটি হাল্কা 'dueet' বা 'tuueet' এবং একটি অবিচ্ছিন্ন সুরে 'Bri-ihihihihi' ডাকের সাথে উড়তে থাকে।
এই পাখি খাঁচাবন্দী অবস্থাতেও বংশবৃদ্ধিতে সক্ষম । ক্যানারি ঘাসের বীজ, বাজরা, এবং অন্যান্য ছোট বীজ এদের খাদ্যতালিকায় থাকে। জল পেলে এরা দৈনিক স্নান করে ।

No comments:

Post a Comment