Monday, December 26, 2016

পাখি দেখুন পাখি চিনুন... মাঊন্টেন ব্যাম্বু প্যাট্রীজ... [Observe the bird and recognize]... Mountain Bamboo Patridge

PAKHI DEKHOON PAKHI CHINOON#699…[Observe the bird and recognize]... Mountain Bamboo Patridge …Coloured pencil … a4..2016…[from the Ref. Photo graph of Sudeshna maam]
The mountain bamboo partridge (Bambusicola fytchii) is a species of bird in the Phasianidae family. It is found in Bangladesh, Tibet, India, Laos, Myanmar, Thailand, and Vietnam.
The binomial commemorates Major-General Albert Fytche.
Their plumage is a mix of browns, cream and grey. They have distinctive black and white eye stripes and their breast and abdomen is pale with brown speckles.
Mountain bamboo partridges live close to water in bamboo scrub forest, tall grassland and degraded forest areas with bamboo groves. They remain under shrub cover for much of the day, moving into the open in the early morning and late evening to feed. They will only fly when threatened, returning to cover quickly.
Breeding occurs in the summer months between March and September. The nest is a simple scraped out dip in the ground lined with grass. The female incubates the eggs for 18 to 19 days. The male meanwhile stays close to the nest and feeds the female and, once hatched, the chicks.
The diet of the mountain bamboo partridge is primarily bamboo but also includes a wide variety of seeds, berries, shoots and invertebrates.
The mountain bamboo partridge is fairly common throughout its range. However, population numbers do appear to be declining. Areas of the bamboo partridges' habitat is cleared for agriculture but they have been seen living on the cultivated land. There is some evidence of hunting in parts of their range.(Info :Wikipedia)

পাখি দেখুন পাখি চিনুন#৬৯৯... মাঊন্টেন ব্যাম্বু প্যাট্রীজ... কালারড পেন্সিল ...এ৪ ...২০১৬... …[from the Ref. Photo graph of Sudeshna maam]

মাঊন্টেন ব্যাম্বু প্যাট্রীজ (Bambusicola fytchii) Phasianidae পরিবারের একটি পাখি প্রজাতি । বাংলাদেশ, তিব্বত, ভারত, লাওস, 
মায়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম পাওয়া যায় । মেজর জেনারেল Albert Fytche এর নামে এর বিজ্ঞান্সম্মত নাম করন করা হয়েছে। এদের পালক বাদামী, ক্রিম এবং ধূসর রং যুক্ত হয় । চোখে স্বাতন্ত্র্য কালো সাদা স্ট্রাইপ এবং বুক ও পেট ফ্যাকাশে ধরনের হয় সাথে বাদামী দাগ থাকে । মাঊন্টেন ব্যাম্বু প্যাট্রীজ কাছাকাছি জলাশয় আছে এমন বাঁশের বনে বসবাস করে। দিনের বেশীরভাগ সময় ঝোপে ঝাড়ে লুকিয়ে থাকে । ভোরে এবং সন্ধ্যা র সময় খাদ্য সংগ্রহের জন্য খোলা জায়গায় বেরিয়ে আসে । এদের উড়তে একমাত্র তখন ই দেখা যায় যখন কোন বিপদের আশঙ্কা বুঝতে পারে । 
প্রজনন সময় মার্চ এবং সেপ্টেম্বর মধ্যে । বাসা বানায় মাটিতে ঘাসের স মান্ত রাল উচ্চতায়। 18 থেকে 19 দিনের মধ্যে ডিম ফুটে বাচ্চা হয় । এই সময়ে পুরুষ পাখী বাসার আশে পাশে থাকে এবং খাবার জোগাড় করে মা ও বাচ্চাদের খাওয়ায় । এদের খাদ্যের তালিকায় প্রাথমিকভাবে বাঁশ থাকে সাথেই বিভিন্ন রকম বীজ, ফল, কান্ড এবং ছোট অমেরুদণ্ডী প্রানী খেতেও দেখা যায় । 
এদের সংখ্যা নিম্নগামী হচ্ছে বাঁশ বন কেটে ক্রমাগত কৃষি এলাকায় পরিনত করার কারনে । চাষ জমি এলাকায় এরা নিজেদের মানিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে খাদ্যাভাস পাল্টিয়ে । কিন্তু মানুষের শিকার প্রবৃত্তি কতদিন এদের টিকে থাকতে দেবে এটাই প্রশ্নের বিষয়।

No comments:

Post a Comment