Saturday, December 24, 2016

পাখি দেখুন পাখি চিনুন...পিন-টেইলড গ্রীন পিজন... (Observe the Bird and recognize)...PIN TAILED GREEN PIGEON

PAKHI DEKHUN PAKHI CHINUN # 725(Observe the Bird and recognize)...PIN TAILED GREEN PIGEON ..WATERCOLOUR...A4.....2016...[ From the ref. Photograph of Mr. Debapratim Saha ]... The pin-tailed green pigeon (Treron apicauda) is a species of bird in the family Columbidae.
Its plumage is mostly yellowish green and it has pointed tail feathers. 
Frugivorous, feeding on a variety of fruits and berries, including some of very large size, which are swallowed whole.
It is found in Bangladesh, Bhutan, Cambodia, China, India, Laos, Myanmar, Nepal, Thailand, and Vietnam. Forest and second growth, primarily in hill country up to c. 1800 m.
Male 32 cm, female 28 cm; 185–255 g. General coloration bright yellowish green, palest on underparts and darkest on wing-coverts and scapulars; breast golden.
[info:wikipedia & hbw]
পাখি দেখুন পাখি চিনুন#৭২৫...পিন-টেইলড গ্রীন পিজন... ওয়াটার কালার..এ৪...২০১৬...[ From the ref. Photograph of Mr. Debapratim Saha ]...পিন-টেইলড গ্রীন পিজন (Treron apicauda) Columbidae পরিবার ভুক্ত একটি প্রজাতি।
এদের পালকের বেশিরভাগ হরিদ্রাভ সবুজ হয় এবং
 লেজের অগ্রভাগ সরু পিন এর মতো দেখতে বলে এদের এই নামকরণ করা হয়েছে। 
মূলত ফল এবং বেরি জাতীয় ফল এদের খাদ্য। খুব বড় আকারের কিছু ফল, এরা পুরো গিলে খেয়ে নেয়। 
বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, লাওস, মায়ানমার, নেপাল, থাইল্যান্ড ও ভিয়েতনাম পাওয়া যায় । প্রাথমিকভাবে পাহাড়ী এলাকায়. 1800 মিটার উচ্চতায় এদের দেখা মেলে।
পুরুষ 32 সেমি, মহিলা 28 সেমি; 185-255 গ্রাম ওজন। উজ্জ্বল হলদে সবুজ উপরিভাগ, নিচের পালক ফ্যাকাশে এবং ডানার বেশ কিছু পালক কালছে । বুক সোনালী হলুদ।

No comments:

Post a Comment