Thursday, December 29, 2016

পাখি দেখুন পাখি চিনুন ...গ্রিন কোছয়া . ...OBSERVE THE BIRD AND RECOGNIZE...GREEN COCHOA.

PAKHI DEKHOON PAKHI CHINOON NO. 671.. OBSERVE THE BIRD AND RECOGNIZE...GREEN COCHOA... MIXED MEDIA...8*4INCH... 2016..[ From Ref. photograph of Mr. Firoz Hussain]... The Green cochoa (Cochoa viridis) is a bird species which was variously placed with the thrushes of family Turdidae or the related Muscicapidae (Old World flycatchers). Presently, it is considered closer to the former. Green Cochoa 25-28 cm; male 88-99 g, female 117-122 g.
This Himalayan thrush is moss green, the male has a blue crown, blue wings and tail with a broad black band on the tail. The female has a more greenish body with some rusty spots on the wing coverts. The secondaries and tertiaries have the base of the outer webs yellowish brown with very narrow blue edging unlike in the male. In some plumages there is a white collar on the sides of the neck.This form was once described as a new species Cochoa rothschildi. First year birds have dark shaft streaks on the body feathers.
It is found in Cambodia, China, India, Laos,Myanmar, Nepal, Thailand, Vietnam, and possibly Bhutan. Its natural habitats are subtropical or tropical moist lowland forests and subtropical or tropical moistmontane forests.
Usually seen in pairs or small groups sitting in tall trees. They usually feed close to the ground, on molluscs, insects and berries. They sometimes launch aerial sallies to capture insects.
The song is a thin and clear feeeee that dies away. Calls include a short high-pitched pok and harsh notes.(info:wikipedia)

পাখি দেখুন পাখি চিনুন - ৬৭১ ...গ্রিন কোছয়া . ... মিক্সড মিডিয়া ...৮*৪ ইঞ্চি ...২০১৬ ...[ From Ref. photograph of Mr. Firoz Hussain]..গ্রিন কোছয়া (Cochoa viridis) একটি পাখি প্রজাতি যাদের Turdidae ভুক্ত বিভিন্ন thrush পাখি গোষ্ঠী বা সংশ্লিষ্ট Muscicapidae (ওল্ড ওয়ার্ল্ড flycatchers) এর সঙ্গে মিলিয়ে দেখা হত। বর্তমানে এদের সাবেক Turdidae এর কাছাকাছি বলে মনে করা হয়।
হিমালয় অঞ্চলের এই গায়ক পাখির রঙ শৈবাল সবুজ। পুরুদের একটি নীল মস্তকাবরন থাকে। নীল ডানা ও একটি বিস্তৃত কালো টানা দাগযুক্ত লেজ রয়েছে। মেয়ে পাখিদের দানার পালকাবরনে কিছু মরিচা রঙের দাগ থাকে এবং এদের সবুজাভ ভাব একটু বেশী। পাখনার secondaries অংশে এবং tertiaries এ হলদে বাদামি শেড থাকে যা পুরুষদের থাকে না। সাথেই খুব সংকীর্ণ নীল কিনারা যুক্ত হয় মেয়েদের পাখনা। কিছু সময়ে পালকের পরিবর্তনে গলার কাছে সাদা পালক দেখা যায়। একসময় এটা দেখে একটি নতুন প্রজাতি Cochoa rothschildi হিসাবে বর্ণনা করা হয়েছিল।জন্মের পর প্রথম বছরে পাখিগুলির শরীরের পালক উপর কালছে দাগ দেখা যায়।
কম্বোডিয়া, চীন, ভারত, লাওস, মায়ানমার, নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনাম, এবং সম্ভবত ভুটানেও এদের দেখা পাওয়া যায়। প্রাকৃতিক আবাসস্থল প্রায় গ্রীষ্মমণ্ডলীয় বা ক্রান্তীয় আর্দ্র নিম্নভূমির বন এবং প্রায় ক্রান্তীয় বা ক্রান্তীয় আর্দ্র বনাঞ্চল।
সাধারণত জোড়া বা ছোট ছোট দলে এদের লম্বা গাছে বসে থাকতে দেখা যায়। সাধারণত স্থলভুমিতে খাবার সংগ্রহ করে।শামুক, পোকামাকড় এবং বেরি প্রধান খাদ্য। কখনো কখনো উড়ন্ত পোকামাকড় ধরতে নিজেদের লালা ছুড়ে দেয়।
এদের গান পাতলা এবং পরিষ্কার feeeee ধরনের যা আসতে আসতে নিম্নমাত্রায় বিলীয়মান হয়। ডাক ছোট্ট উচ্চ মাত্রার কর্কশ পক শব্দ ।

No comments:

Post a Comment