Sunday, December 25, 2016

পাখি দেখুন পাখি চিনুন#৭১৫... . লারজ উডশ্রাইক ...(Observe the Bird and recognize)..LARGE WOODSHRIKE

PAKHI DEKHUN PAKHI CHINUN # 715(Observe the Bird and recognize)..LARGE WOODSHRIKE...Coloured Pencil...A4...2016...[From the ref. photograph of Mr. Suvadip Chowdhury]... The large woodshrike (Tephrodornis gularis, the name T. virgatus provided as a substitute on insufficient grounds) is a species in the woodshrike family Tephrodornithidae. The woodshrikes were formerly placed in the Campephagidae (cuckooshrikes) sometimes.
It is found in Bangladesh, Bhutan, Brunei, Cambodia, China, India, Indonesia, Laos, Malaysia, Myanmar, Nepal, Singapore, Thailand, andVietnam. Its natural habitats are temperate forests, subtropical or tropical moist lowland forests, subtropical or tropical mangrove forests, and subtropical or tropical moist montane forests. The Malabar woodshrike is sometimes considered conspecific.
18•5–23 cm; 28–46 g. Thickset bird with heavy bill, distinct nasal tufts. Male nominate race has white forehead, blue-black mask from lores around eye t.
Song a loud, ringing “pi-pi-pi-pi-pi-pi” or “ki-ki-ki-ki”.
Eats large insects, especially mantids (Mantidae), crickets (Gryllidae), stick-insects (Phasmatodea), grasshoppers and locusts .
[info:wikipedia &hbw]

পাখি দেখুন পাখি চিনুন#৭১৫... . লারজ উডশ্রাইক ... কালারড পেন্সিল ... এ৪...২০১৬...[From the ref. photograph of Mr. Suvadip Chowdhury] …লারজ উডশ্রাইক (Tephrodornis gularis) T.virgatus বিজ্ঞান্সম্মত নাম টিও অপর্যাপ্ত ভিত্তিতে একটি বিকল্প হিসাবে প্রদান করা হয়েছে এই প্রজাতিকে ) Tephrodornithidae পরিবার ভুক্ত একটি প্রজাতি। পূর্বে এদের Campephagidae (cuckooshrikes) প্রজাতি ভুক্ত বলে মনে করা হত।
বাংলাদেশ, ভুটান, ব্রুনাই, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এবং ভিয়েতনামে এদের দেখতে পাওয়া যায় । তার প্রাকৃতিক আবাসস্থল নাতিশীতোষ্ণ বনাঞ্চল, প্রায় ক্রান্তীয় বা ক্রান্তীয় আর্দ্র নিম্নভূমি অরণ্য, গ্রীষ্মমণ্ডলীয় বা ক্রান্তীয় ম্যানগ্রোভ বন, এবং প্রায় ক্রান্তীয় বা ক্রান্তীয় আর্দ্র পার্বত্য বনাঞ্চল । এদের কে মালাবার উডশ্রাইকের সাথেও কখনো সখনো একই প্রজাতি রুপে দেখা হয়েছে।
18 • 5-23 সেমি লম্বা; 28-46 গ্রাম ওজন। মোটা ঠোঁট ওয়ালা গাট্টাগোট্টা ধরনের পেশল পাখি । স্বতন্ত্র ভাবে নাকের কাছে কিছু সরু লোমের অস্তিত্ব লক্ষ্যনীয়। পুরুষদের সাদা কপাল, চোখের চারপাশ জুড়ে কালছে নীল মাস্ক এর মতো থাকে।
উচ্চস্বরে ধ্বনিত "পাই-পাই-পাই-পাই-পাই-পাই" বা "কি-কি-কি-কি" শব্দ এদের ডাক বা গানের বৈশিষ্ট্য।
বড় পোকামাকড়, বিশেষভাবে ম্যান্টিস (Mantidae), ঝিঁঝিঁ (Gryllidae), লাঠি-পতঙ্গ (Phasmatodea), ফড়িং, পঙ্গপাল খায় ।

No comments:

Post a Comment