Tuesday, December 27, 2016

পাখি দেখুন পাখি চিনুন...এশিয়ান বারড আউল ... [Observe the bird and recognize]... ASIAN BARRED OWLET



PAKHI DEKHOON PAKHI CHINOON@694..[Observe the bird and recognize]... ASIAN BARRED OWLET... A4.. WATER COLOUR.. [From the ref. photograph of Mr. Mitash Biswas] ... The Asian barred owlet (Glaucidium cuculoides) is a species of true owl, resident in northern parts of the Indian Subcontinent and parts of Southeast Asia. It ranges across north central and northeast India, Nepal Bhutan, northBangladesh, and southeast Asia (Myanmar, Thailand, Cambodia, Laos,Vietnam). Its natural habitat is temperate forest.
This and some other Old World owlet species placed in genusTaenioglaux by some recent authors. Possibly closest to G. castanopterum; sometimes considered to include latter and G. castanotum as races.
22–25 cm; male 150–176 g, female 240 g . Fairly large owlet with no “false eyes” on nape; head grey-brown, barred buff.
Male song a trill lasting 7–14 seconds; also gives a series of squawks.
Eclectic diet; takes mainly insects, including beetles, grasshoppers and cicadas, but also frogs, lizards, rodents. [info:wikipedia & HBW]
পাখি দেখুন পাখি চিনুন@৬৯৪...এশিয়ান বারড আউল ... ওয়াটার কালার...এ৪ ...২০১৬ .. [From the ref. photograph of Mr. Mitash Biswas] ...এশিয়ান বারড আউল (Glaucidium cuculoides) ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার উত্তর অংশে বসবাস কারী একটি শুদ্ধ পেঁচা প্রজাতি । উত্তর মধ্য ও উত্তর-পূর্ব ভারত, নেপাল ভুটান, উত্তর বাংলাদেশ ন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার (মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম) জুড়ে দেখতে পাওয়া যায় । এদের প্রাকৃতিক বাসস্থান নাতিশীতোষ্ণ বনাঞ্চল.
এই প্রজাতি এবং কিছু অন্যান্য প্যাঁচাকে কিছু সাম্প্রতিক গবেষক লেখকরা genus Taenioglaux এ স্থান দিয়েছেন । g castanopterum সর্বনিকটবর্তী রুপে এই প্রজাতিকে মানা হয়; কখনও কখনও g castanotum অন্তর্ভুক্ত বলেও মনে করা হয়।
22-25 সেমি লম্বা; ওজনে পুরুষ 150-176 গ্রাম, মহিলা 240 গ্রাম । মোটামুটি বড় মাপের এই প্যাঁচার গ্রীবার উপর কোন "নকল চোখ" জাতীয় দাগ থাকে না । মাথা ধূসর-বাদামী, সাথেই বাফ রঙের ডোরাকাটা দাগ থাকে । 
পুরুষদের ডাক 7-14 সেকেন্ডের একটি কম্পনসহ দীর্ঘস্থায়ী আওয়াজ। 
খাদ্য তালিকায় প্রধানত বিটল, ফড়িং এবং ঝিঁ ঝিঁ পোকা ও সিকাডা থাকে। কিন্তু ব্যাঙ, টিকটিকি, ইঁদুর সহ পোকামাকড় খেতেও দেখা যায়।

No comments:

Post a Comment