PAKHI DEKHOON PAKHI CHINOON #655. OBSERVE THE BIRD AND RECOGNIZE...CASPIAN TERN ... WATERCOLOUR...A4.... 2016..[From the photograph of Mr. ANAND PENDHARKAR]... The Caspian tern (Hydroprogne caspia, formerly Sterna caspia) is a species of tern, with a subcosmopolitan but scattered distribution. Despite its extensive range, it is monotypic of its genus, and has no subspecies accepted either. In New Zealandit is also known by the Maori name taranui.
It is the world's largest tern with a length of 48–60 cm (19–24 in), a wingspan of 127–145 cm (50–57 in) and a weight of 530–782 g (18.7–27.6 oz). Adult birds have black legs, and a long thick red-orange bill with a small black tip. They have a white head with a black cap and white neck, belly and tail. The upper wings and back are pale grey; the underwings are pale with dark primary feathers. In flight, the tail is less forked than other terns and wing tips black on the underside. In winter, the black cap is still present (unlike many other terns), but with some white streaking on the forehead. The call is a loud heron-like croak.
They feed mainly on fish, which they dive for, hovering high over the water and then plunging. They also occasionally eat large insects, the young and eggs of other birds and rodents.
The chicks are variable in plumage pattern, from pale creamy to darker grey-brown; this variation assists adults in recognizing their own chicks when returning to the colony from feeding trips.[INFO:WIKIPEDIA]
পাখি দেখুন পাখি চিনুন #655...WATERCOLOUR...A4.... 2016..[From the photograph of Mr. Anand Pendharkar ]...কাস্পিয়ান টার্ন (Hydroprogne caspia, পূর্বে Sterna caspia) একটি সামুদ্রিক পক্ষী প্রজাতি। মোটামুটি বিশ্বজনীন কিন্তু বিক্ষিপ্ত ভাবে এদের দেখা মেলে। বিশ্বজনীন হওয়া সত্ত্বেও, এরা তার মহাজাতির একমাত্র প্রতিনিধি যাদের কোন অধস্তন প্রজাতি গৃহীত হয়নি। নিউজিল্যান্ডে এটিকে মাওরি ভাষার নাম তারানুই বলে ডাকা হয়।
দৈর্ঘ্য প্রায় 48-60 সেমি (19-24 ইঞ্চি), পাখার প্রসারতার দৈর্ঘ্য 127-145 সেমি (50-57ইঞ্চি) এবং 530-782 গ্রাম (18.7-27.6 আউনশ) ওজন একে বিশ্বের বৃহত্তম টার্ন এর স্বীকৃতি দিয়েছে। প্রাপ্তবয়স্ক পাখির কালো পা , এবং একটি ছোট কালো টিপ দেওয়া দীর্ঘ লাল-কমলা ঠোঁট থাকে। সাদা ঘাড়, পেট, লেজ ও সাদা মাথা এবং তাতে ঠিক যেন একটি কালো টুপি পড়ানো। উপরের পাখনা এবং পশ্চাতদ্দেশ ফ্যাকাশে ধূসর রঙের হয়। পাখনার নিচের অংশ ফ্যাকাশে ও কালছে পালকে ঢাকা থাকে। অন্যান্য অনেক টার্নদের মতো ওড়ার সময়ে এদের লেজ কাঁটার মতো বিভক্ত হয় না। পাখনার নিচের দিকের অগ্রভাগে কালো ফোঁটা থাকে। শীতকালে, কালো টুপি বর্তমান থাকে যা অন্যান্য টার্নদের ক্ষেত্রে হয় না। যদিও কপালে কিছু সাদা দাগ দেখা যায়। এদের ডাক উচ্চ মাত্রায় বকের অসন্তোষ প্রকাশের ডাকের মতো।
এরা মাছ খেতেই ভালবাসে। যা ধরার জন্য জলের ওপর অনেকক্ষণ ভেসে থেকে দ্রুত ঝাঁপ দিয়ে ডুব দেয়। মাঝে মাঝে বড় পোকামাকড় , অন্যান্য পাখিদের ডিম ও বাচ্চা এবং টিক টিকি জাতিয় প্রানীও শিকার করে।
কাস্পিয়ান টার্ন এর বাচ্চাদের পাল্কের রঙ পরিবর্তিত হয় ফ্যাকাশে ক্রিম রঙ থেকে ঘন ধূসরবাদামীতে। লক্ষ্য করে দেখা গেছে এই রঙের পরিবর্তন অভিভাবকদের সাহায্য করে নিজেদের বাচ্চা চিনে নিতে জকন তারা খাবার সংগ্রহ করে বাসায় ফিরে আসে।
It is the world's largest tern with a length of 48–60 cm (19–24 in), a wingspan of 127–145 cm (50–57 in) and a weight of 530–782 g (18.7–27.6 oz). Adult birds have black legs, and a long thick red-orange bill with a small black tip. They have a white head with a black cap and white neck, belly and tail. The upper wings and back are pale grey; the underwings are pale with dark primary feathers. In flight, the tail is less forked than other terns and wing tips black on the underside. In winter, the black cap is still present (unlike many other terns), but with some white streaking on the forehead. The call is a loud heron-like croak.
They feed mainly on fish, which they dive for, hovering high over the water and then plunging. They also occasionally eat large insects, the young and eggs of other birds and rodents.
The chicks are variable in plumage pattern, from pale creamy to darker grey-brown; this variation assists adults in recognizing their own chicks when returning to the colony from feeding trips.[INFO:WIKIPEDIA]
পাখি দেখুন পাখি চিনুন #655...WATERCOLOUR...A4.... 2016..[From the photograph of Mr. Anand Pendharkar ]...কাস্পিয়ান টার্ন (Hydroprogne caspia, পূর্বে Sterna caspia) একটি সামুদ্রিক পক্ষী প্রজাতি। মোটামুটি বিশ্বজনীন কিন্তু বিক্ষিপ্ত ভাবে এদের দেখা মেলে। বিশ্বজনীন হওয়া সত্ত্বেও, এরা তার মহাজাতির একমাত্র প্রতিনিধি যাদের কোন অধস্তন প্রজাতি গৃহীত হয়নি। নিউজিল্যান্ডে এটিকে মাওরি ভাষার নাম তারানুই বলে ডাকা হয়।
দৈর্ঘ্য প্রায় 48-60 সেমি (19-24 ইঞ্চি), পাখার প্রসারতার দৈর্ঘ্য 127-145 সেমি (50-57ইঞ্চি) এবং 530-782 গ্রাম (18.7-27.6 আউনশ) ওজন একে বিশ্বের বৃহত্তম টার্ন এর স্বীকৃতি দিয়েছে। প্রাপ্তবয়স্ক পাখির কালো পা , এবং একটি ছোট কালো টিপ দেওয়া দীর্ঘ লাল-কমলা ঠোঁট থাকে। সাদা ঘাড়, পেট, লেজ ও সাদা মাথা এবং তাতে ঠিক যেন একটি কালো টুপি পড়ানো। উপরের পাখনা এবং পশ্চাতদ্দেশ ফ্যাকাশে ধূসর রঙের হয়। পাখনার নিচের অংশ ফ্যাকাশে ও কালছে পালকে ঢাকা থাকে। অন্যান্য অনেক টার্নদের মতো ওড়ার সময়ে এদের লেজ কাঁটার মতো বিভক্ত হয় না। পাখনার নিচের দিকের অগ্রভাগে কালো ফোঁটা থাকে। শীতকালে, কালো টুপি বর্তমান থাকে যা অন্যান্য টার্নদের ক্ষেত্রে হয় না। যদিও কপালে কিছু সাদা দাগ দেখা যায়। এদের ডাক উচ্চ মাত্রায় বকের অসন্তোষ প্রকাশের ডাকের মতো।
এরা মাছ খেতেই ভালবাসে। যা ধরার জন্য জলের ওপর অনেকক্ষণ ভেসে থেকে দ্রুত ঝাঁপ দিয়ে ডুব দেয়। মাঝে মাঝে বড় পোকামাকড় , অন্যান্য পাখিদের ডিম ও বাচ্চা এবং টিক টিকি জাতিয় প্রানীও শিকার করে।
কাস্পিয়ান টার্ন এর বাচ্চাদের পাল্কের রঙ পরিবর্তিত হয় ফ্যাকাশে ক্রিম রঙ থেকে ঘন ধূসরবাদামীতে। লক্ষ্য করে দেখা গেছে এই রঙের পরিবর্তন অভিভাবকদের সাহায্য করে নিজেদের বাচ্চা চিনে নিতে জকন তারা খাবার সংগ্রহ করে বাসায় ফিরে আসে।
No comments:
Post a Comment