Saturday, December 24, 2016

পাখি দেখুন পাখি চিনুন... .গ্রে ক্রেস্টেড টিট... (Observe the Bird and recognize)..GREY CRESTED TIT

PAKHI DEKHUN PAKHI CHINUN # 717(Observe the Bird and recognize)..GREY CRESTED TIT...Watercolour...a4...2016...[From the ref. photograph of Mr. Sumit Sengupta]... The grey crested tit (Lophophanes dichrous) is a species of bird in the Paridaefamily.
It is found in Bhutan, China, Pakistan, India, Burma, and Nepal. Its natural habitatsare temperate forests and subtropical or tropical moist montane forests.
11•5–12•5 cm; 11•2–14 g. Medium-sized, plain grey tit with long erect crest and buffish underparts. Nominate race has pale buffish lower forehead.
Fairly quiet. Calls include thin or high-pitched “zee” or “zai” and rapid but faltering “ti-ti-ti-ti”.
Food apparently mostly invertebrates and larvae.
[info:hbw]

পাখি দেখুন পাখি চিনুন#৭১৭... .গ্রে ক্রেস্টেড টিট... ওয়াটার কালার...এ৪...২০১৬...[From the ref. photograph of Mr. Sumit Sengupta] …গ্রে ক্রেস্টেড টিট (Lophophanes dichrous) Paridae পরিবারের একটি প্রজাতি ।
ভুটান, চীন, পাকিস্তান, ভারত, বার্মা ও নেপালে দ
েখতে পাওয়া যায় । এদের প্রাকৃতিক বাসস্থান নাতিশীতোষ্ণ বনাঞ্চল এবং প্রায় ক্রান্তীয় বা ক্রান্তীয় আর্দ্র পার্বত্য অরণ্য ।
11 • 5 থেকে 12 • 5 সেমি লম্বা; 11 • 2- 14 গ্রাম ওজন । মাঝারি আকারের টিট এরা। দীর্ঘ খাড়া মুকুট বিশেষ ভাবে লক্ষ্যনীয়। পেটের তলার দিক বাফ রঙের হয়। ফ্যাকাশে বাফ রঙ থাকে কপালের নিচের দিকে। 
মোটামুটি শান্ত প্রকৃতির পাখি। ডাক উচ্চ বা নিচু মাত্রার "zee" বা "Zai" ধরনের শব্দ এবং দ্রুত তালের কিন্তু কাটা কাটা "তি-তি-তি-তি" ।
খাদ্য বেশিরভাগ ক্ষেত্রে অমেরুদন্ডী প্রানী এবং শুককীট ।

No comments:

Post a Comment