Monday, December 26, 2016

পাখি দেখুন পাখি চিনুন.. রুফাস ক্যাপড ওয়ারবলার...(Observe the Bird and recognize)..RUFOUS CAPPED WARBLER

PAKHI DEKHUN PAKHI CHINUN # 703 (Observe the Bird and recognize)..RUFOUS CAPPED WARBLER ...[From the Ref. Photograph of MR. Suvadip Chowdhury] ...Coloured pencil ...A4...2016... The rufous-capped warbler (Basileuterus rufifrons) is a New World warbler.
Rufous-capped warblers generally reach a length of about 12.7 cm (5.0 in). They are plain-olive to olive-gray, with white underbellies, bright yellow chests and throats, and a distinctive facial pattern consisting of a rufous cap, a white eyebrow-line (or superciliary), a dark eye-line fading into a rufous cheek, and a white malar marking. The bill is rather stout for a warbler, the wings are round and stubby, and the tail is long, often raised at a high angle and flicked.
While rufous-capped warblers are generally birds of tropical shrubby highlands, North American sightings tend to be in oak woodland canyon bottoms, near running water, while the birds stay low in dense vegetation.
The courtship song of the rufous-capped warbler is a rapid, accelerating series of chipping notes (chit-chit-chit-chitchitchit), somewhat reminiscent of the rufous-crowned sparrow, while the call notes is a hard chik or tsik, often repeated. Like other New World warblers, this species does not actually warble.
Rufous-capped warblers primarily feed on insects and spiders, foraging through dense brush and scanning close to the ground for movement. They are not generally known to flycatch from perches.
[info:wikipedia]

পাখি দেখুন পাখি চিনুন#৭০৩.. রুফাস ক্যাপড ওয়ারবলার... কালারড পেন্সিল ...এ৪ ...২০১৬... …[from the Ref. Photograph of Mr. Suvadip Chowdhury]... রুফাস ক্যাপড ওয়ারবলার (Basileuterus rufifrons) একটি নিউ ওয়ার্ল্ড ওয়ারব্লার প্রজাতির পাখি।
সাধারণত 12.7 সেমি (
5.0 ইঞ্চি) লম্বা হয়। জলপাই বা ধূসর জলপাই রঙের গায়ের রঙ। পেটের তলা সাদা উজ্জ্বল হলুদ বুক এবং গলা। সাথে সাদা রঙের ভুরু যা মাথার রুফাস মস্তকাবরণের সাথে যুক্ত। একটি কালছে দাগ রুফাস রঙের গাল পর্যন্ত বিস্তৃত। চোয়ালের কাছে সাদা দাগ থাকে। এদের ঠোঁট অন্যান্য ওয়ারব লার দের তুলনায় স্থুলকায় । ডানা বৃত্তাকার এবং যথেষ্ট মোটাসোটা হয়। লেজ লম্বা ,প্রায়ই একটি উচ্চকোণ অনুসারে উত্থাপিত থাকে এবং নাচাতে দেখা যায়। 
যদিও এরা সাধারণভাবে ক্রান্তীয় গুল্মময় উচ্চভূমির পাখি , তবু উত্তর আমেরিকায় ঘন গাছপালা কম থাকার কারনে নদী বা জলাশয়ের কাছাকাছি ওক বনভূমি তে বিচরন করে।
এদের ডাক দ্রুত মাত্রার পুনরাবৃত্তি যুক্ত, চিট-চিট-চিট- চিট-চিট-চিট ধরনের শব্দ। যার সাথে রুফাস ক্রাউন্ড স্প্যারোর ডাকের মিল আছে। তবে অন্যান্য নিউ ওয়ার্ল্ড ওয়ারবলারের মতো এই প্রজাতি আসলে নির্দিষ্টভাবে গান করে না। 
প্রাথমিকভাবে পোকামাকড় এবং মাকড়সা উপর খেতে ভালবাসে । ঘন ঝোপ এবং মাটিতে বেশ মনোযোগ দিয়ে খাবার খুঁজতে এদের দেখা যায়। এদের উড়ন্ত অবস্থায় পোকা ধরতে দেখা যায় না বলা যেতেই পারে।

No comments:

Post a Comment