Saturday, December 24, 2016

পাখি দেখুন পাখি চিনুন....কমন উডশ্রাইক...(Observe the Bird and recognize)..COMMON WOODSHRIKE

PAKHI DEKHUN PAKHI CHINUN # 722 (Observe the Bird and recognize)..COMMON WOODSHRIKE ...Watercolour..A4.....2016...[Courtesy: Birds of India Book by Res. Bikram Grewal Sir...Photographer??? ]... The common woodshrike (Tephrodornis pondicerianus) is a species of bird found in Asia. It has been placed in the cuckoshrike (Campephagidae) and helmetshrike (Prionopidae) families in the past and is now considered a member of the family Tephrodornithidae. It is small and ashy brown with a dark cheek patch and a broad white brow. It is found across Asia mainly in the thin forest and scrub habitats.
The common woodshrike is dully ashy brown and like other woodshrikes has a large head with a strong hooked beak. They have a broad creamy brow above a dark cheek patch and white outer tail feathers contrasting with their dark tail. The Sri Lankan species is similar darker on the underside, with the dark cheek bordered below by a buffy sub-moustachial stripe and a white rump.
Usually found in pairs, they have a loud whistling song made of several notes. The usual call is a plaintive weet-weet followed by a series of quick whi-whi-whi-whee?. They feed on insects and berries in mainly in vegetation but sometimes descending to the ground. They have a habit of adjusting their wings, raising them over the tail shortly after alighting on a perch. They nest in summer before the rainy season, building a cup nest on a bare fork. The nest is made of fibres and bark held by cobwebs and covered with bits of bark and lichen. It is lined with silky plant fibres. Three eggs are the usual clutch. Both parents incubate.
[info:wikipedia]

পাখি দেখুন পাখি চিনুন#৭২২....কমন উডশ্রাইক...ওয়াটারকালার...এ৪...২০১৬...[ Courtesy:#BirdsofIndia Book by Res. Bikram Grewal Sir...Photographer???] …কমন উডশ্রাইক (Tephrodornis pondicerianus) এশিয়া পাওয়া যায় এমন একটি পাখির প্রজাতি । এরা এখন cuckoshrike (Campephagidae) পরিবারের অংশ । আগে helmetshrike (Prionopidae) পরিবারের মধ্যে ধরা হত । প্রধানত অগভীর বন এবং ঝোপঝাড় যুক্ত এলাকা এদের আবাসস্থল ।
ফ্যাকাশে ছাইরঙা বাদামী উপরিভাগ এবং অন্যান্য উডশ্রাইকদের মত শক্তিশালী ঠোঁট ও বড় মাথা । কালছে প্যাচ থাকে গাল ও চোখের কাছে। ভুরু মাখন রঙের। বাইরের লেজ সাথে মূলত কালো লেজ । 
সাধারণত জোড়ায় জোড়ায় দেখতে পাওয়া যায় । বিভিন্ন নোটের তৈরি উচ্চমাত্রার শিস দিয়ে গান করে । সাধারন ডাক weet-weet সাথেই দ্রুতমাত্রার whi-whi-whi-whee এর সিরিজ । প্রধানত গাছেই থাকে , কখনও কখনও মাটিতে নেমে পোকামাকড় ধরে। লেজ উঁচিয়ে নিজেদের পাখাকে পরিচর্যা করতে দেখা যায় অধিকাংশ সময়। বর্ষা আসার আগেই গ্রীষ্মকালে বাসা বানায়। একটি একক ফাঁকা কাঁটা চামচের মত ডাল খুঁজে নিয়ে কাপের মত দেখতে বাসা বানায়। গাছের গুঁড়ির বাকল থাকে বাইরে এবং শ্যাওলা ও মাকড়শার জাল বিছিয়ে দেয় ভেতরে। তিনটে ডিম পাড়ে বেশীরভাগ সময়ে এবং বাবা মা উভয়েই তা দেয়।

No comments:

Post a Comment