Monday, December 26, 2016

পাখি দেখুন পাখি চিনুন... ব্লাইথস পিপিট...(Observe the Bird and recognize)..BLYTHS PIPIT

PAKHI DEKHUN PAKHI CHINUN # 702 (Observe the Bird and recognize)..BLYTHS PIPIT ...[From the Ref. Photograph of MR. Dibyendu Ash] ...Coloured pencil ...A4...2016... The Blyth's pipit (Anthus godlewskii) is a medium-sized passerine bird which breeds in Mongolia and neighbouring areas. It is a long distance migrant moving to open lowlands in southern Asia. It is a very rare vagrant to western Europe.
This is a large pipit, but is an undistinguished looking species on the ground,mainly brown above and pale below. It is very similar to Richard's pipit, but is slightly smaller, shorter legs and a shorter dark bill. Its flight is strong and direct, and it gives a characteristic "pshee" call, higher pitched than Richard's.
In south Asia, in winter some care must be taken to distinguish this from other large pipits which winter or are resident in the area, including Richard's. This species is insectivorous.
This bird was named after the English zoologist Edward Blyth. The genus name Anthus is the Latin name for a small bird of grasslands. The specific godlewskii commemorates Polish farmer and field naturalist Wiktor Witold Godlewski.

পাখি দেখুন পাখি চিনুন#৭০২... ব্লাইথস পিপিট... কালারড পেন্সিল ...এ৪ ...২০১৬... …[from the Ref. Photograph of Mr. Dibyendu Ash]...ব্লাইথস পিপিট (Anthus godlewskii) একটি মাঝারি আকারের চড়াই-জাতীয় পক্ষিবিশেষ যা মঙ্গোলিয়া এবং পার্শ্ববর্তী এলাকার প্রজাতি রুপে বিবেচিত হয় । দীর্ঘ দূরত্ব অতিক্রম করে এরা দক্ষিণ এশিয়ায় নিম্নভূমিতে মাইগ্রেট করে চলে আসে। পশ্চিম ইউরোপ এদের দেখা পাওয়া খুবই বিরল ।
এরা বেশ বড় মাপের পিপিট প্রজাতি। কিন্তু অন্য প্রজাতির সাথে বিশেষ কোন পারথক্য দেখা যায় না। কেবলমমাত্র তলার অংশ বাদামী এবং নিচে ফ্যাকাশে রঙ পরি্লক্ষিত হয় । রিচার্ডস পিপিট পাখির অনুরূপ দেখতে, কিন্তু মাপে সামান্য ছোট, খাটো পা এবং ঠোঁট ছোট কালছে রঙের । এদের ওড়ার ক্ষমতা বেশী । এদের ডাকের একটি বৈশিষ্ট্য "pshee" ধরনের আওয়াজ যা রিচার্ডস পিপিটের চেয়ে উচ্চতর মাত্রার।
এই প্রজাতি পতঙ্গভূক ।
এই পাখির নামকরণ ইংরেজি প্রাণিবিজ্ঞানী এডওয়ার্ড ব্লাইথের নামানুসারে করা হয়েছে। মহাজাতি নামটি ল্যাটিন শব্দ Anthus থেকে এসেছে যার অর্থ তৃণভূমি। godlewskii অংশটি পোল্যান্ডের কৃষক এবং ক্ষেত্র প্রকৃতিবিদ Wiktor Witold Godlewski নাম থেকে নেওয়া হয়েছে।

1 comment: