Tuesday, December 27, 2016

পাখি দেখুন পাখি চিনুন...ব্ল্যাক ফেসড লাফিংথ্রাস ... [Observe the bird and recognize]... BLACK FACED LAUGHING THRUSH

PAKHI DEKHOON PAKHI CHINOON@692..[Observe the bird and recognize]... BLACK FACED LAUGHING THRUSH... A4.. COLOURED PENCIL.. [From the ref. photograph of Mr. Subrata Mukherjee] ...The black-faced laughingthrush (Trochalopteron affine) is a bird species in the Leiothrichidae family.
It is found in the Eastern Himalayas. Its range extends from eastern Nepal eastwards to Arunachal Pradesh in India and further to Myanmar, along withBhutan and southeastern Tibet. Small disjunct populations also exist in continental Southeast Asia.
24–26 cm; 52–85 g. Fairly large, dark brownish laughingthrush, scaled above and streaked below pale grey, with blackish-brown head .
Song consists of repeated loud, shrill, rather high-pitched, quickish phrases, e.g. “wiee-chiweeoo.
Insects, including beetles (Coleoptera); also berries and fruits, including wild strawberries (Fragaria).
Apr–Aug. Nest a large but neat cup, externally made of moss and fine twigs, internally of dry rhododendron leaves, root fibres .

পাখি দেখুন পাখি চিনুন@৬৯২...ব্ল্যাক ফেসড লাফিংথ্রাস ... কালারড পেন্সিল...এ৪ ...২০১৬ ... [From the ref. photograph of Mr. Subrata Mukherjee] ...ব্ল্যাক ফেসড লাফিংথ্রাস (Trochalopteron affine) Leiothrichidae পরিবারের একটি পাখি প্রজাতি।
পূর্ব হিমালয়ে এ
দের দেখা পাওয়া যায়। বিচ রন পরিসীমা ভারতের অরুণাচলপ্রদেশের পূর্ব দিক হয়ে নেপালের পূর্ব প্রান্ত ধরে ভুটান ও মায়ানমার এবং দক্ষিণ-পূর্ব তিব্বত বরাবর প্রসারিত । এছাড়াও বিচ্ছিন্নভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যেও এদের দেখা মেলে। 
24-26 সেমি লম্বা; 52-85 গ্রাম ওজন । মোটামুটি বড় মাপের কালছে বাদামী রঙের লাফিংথ্রাস পাখি । উপরিভাগে ছোটো ছোটো ডোরাকাটা থাকে এবং ফ্যাকাশে কমলা বাদামি রঙের পালক বুক সব পেটে বিন্যস্ত থাকে। সাথেই কালচে-বাদামী মাথা এবং ঠোঁটের কাছ থেকে ঘাড় পর্যন্ত বিস্তৃত কালো রঙের মুখোস একে বিশিষ্ট নামটি পেতে সাহায্য করেছে। 
গানের ধরন পুনরাবৃত্তি মূলক উচ্চ মাত্রার "Wiee-chiweeoo শব্দ।
খাদ্য তালিকায় পোকামাকড়, বিটল (Coleoptera) সহ; এছাড়াও বিভিন্ন বেরী জাতীয় ফল, বন্য স্ট্রবেরি (Fragaria)উল্লেখ্য।
এপ্রিল-আগস্ট এদের প্রজনন সময়। বাসা একটি বড় মাপের পরিষ্কার কাপের মতো দেখতে। বাহ্যিকভাবে কাঠির টুকরো দিয়ে তৈরি কিন্তু ভেতরে শুষ্ক রডোডেনড্রন পাতা, শিকড় বাকর দিয়ে সাজানো থাকে।

No comments:

Post a Comment