Saturday, December 31, 2016

পাখী দেখুন পাখী চিনুন...শিরকির মালকোহা...OBSERVE THE BIRD AND RECOGNIZE...SIRKEER MALKOHA

PAKHI DEKHOON PAKHI CHINOON #659. OBSERVE THE BIRD AND RECOGNIZE...SIRKEER MALKOHA ... WATERCOLOUR...A4.... 2016..[From the photograph of Mr. SONU ARORA]...The sirkeer malkoha or sirkeer cuckoo (Phaenicophaeus leschenaultii), is a member of the cuckoo order of birds, the Cuculiformes, which also includes the roadrunners, the anis, and the hoatzin. It is a resident bird in the Indian subcontinent.
Size: A largish bird at 42 cm.
Appearance: Mainly earthy brown and rufous in colour, and the long heavy tail is edged with prominently white tipped graduated cross-rayed tail feathers. An obvious relation of the coucal (crow pheasant). Bill is hooked, bright cherry-red and yellow. Sexes are similar, but juveniles are duller and barred above.
Habitat: Largely terrestrial, open scrub and thorn jungle, deciduous secondary jungle. Singly or in pairs.
Behaviour: Stalks about amongst thickets like crow-pheasant, searching for food; insects, lizards, fallen fruits and berries, etc. Runs swiftly through undergrowth looking like mongoose. Feeble flier, but ascends trees rapidly, hopping from branch to branch with great agility, like the coucal.
Call: Normally a subdued "bzuk... bzuk" ; also an alarm call of "p'tang" with a metallic quality.
Food: A variety of insects, caterpillars and small vertebrates. It occasionally eats berries. [info:wikipedia]

পাখী দেখুন পাখী চিনুন...শিরকির মালকোহা...WATERCOLOUR...A4.... 2016..[From the photograph of Mr. SONU ARORA]...শিরকির মালকোহা বা শিরকির কোকিল পাখি (Phaenicophaeus leschenaultii), কোকিল প্রজাতির একটি সদস্য। Cuculiformes গোত্রের মধ্যে এরা পড়ে যাতে roadrunners, anis, এবং hoatzin পাখিরা অন্তর্ভুক্ত। এটা ভারতীয় উপমহাদেশে একটি আবাসিক পাখি।
42 সেমি মাপের বেশ বড় মাপের পাখি।
প্রধানত মেটে বাদামী ও রুফাস রঙের হয়। দীর্ঘ ভারী লেজ যার শেষের দিকে স্পষ্টরূপে সাদা ফু্টকি থাকে। কোকাল বা ক্রো ফেজান্ট এর সাথে সম্পর্ক আছে এদের। উজ্জ্বল চেরি-লাল এবং হলুদ রঙের ঠোঁট হুকের মতো বেঁকানো। স্ত্রী পুরুষ অনুরূপ দেখতে। কিন্তু অপ্রাপ্তবয়স্কদের রঙ ফ্যাকাশে হয় এবং উপরিভাগে টানা টানা দাগ দেখা যায়।
বাসস্থান মূলত খোলা এবং কাঁটা জঙ্গল, ও পর্ণমোচী জঙ্গল। একলা বা জোড়ায় জোড়ায় থাকতে দেখা যায়।
কোকালদের মত খাদ্য অনুসন্ধান এদিক ওদিক হেঁটে চলে বেড়ায়। পোকামাকড়, টিকটিকি, পতিত ফল এবং বেরি খেতে ভালো বাসে। নকুল বা বেজী জাতীয় প্রানীর মত দ্রুতগতিতে দৌড়াতেও সক্ষম। ওড়ার ক্ষমতা দুর্বল কিন্তু গাছ থেকে গাছে দ্রুত লাফিয়ে লাফিয়ে চড়তে পারে।
ডাক সাধারণত একটি নিম্নমাত্রার "bzuk ... bzuk"; বিপদাশঙ্কা হলে ধাতব "p'tang" ধর নের শব্দ করে।

No comments:

Post a Comment