Sunday, December 25, 2016

পাখি দেখুন পাখি চিনুন.... .এশিয়ান পাম সুইফট....(Observe the Bird and recognize)..ASIAN PALM SWIFT

PAKHI DEKHUN PAKHI CHINUN # 711 (Observe the Bird and recognize)..ASIAN PALM SWIFT...[From a Photograph of MR. Subrata Mukherjee] ... coloured pencil ...A5..2016... The Asian palm swift (Cypsiurus balasiensis) is a small swift. It is very similar to the African palm swift, Cypsiurus parvus, and was formerly considered to be the same species.
It is a common resident breeder in tropical Asia from India to the Philippines. The down and feather nest is glued to the underside of a palm leaf with saliva, which is also used to secure the usually two or three eggs. This is a bird of open country and cultivation, which is strongly associated with oil palms.
This 13 cm long species is mainly pale brown in colour. It has long swept-back wings that resemble a crescent or a boomerang. The body is slender, and the tail is long and deeply forked, although it is usually held closed. The call is a loud shrill scream.
Sexes are similar, and young birds differ from adults mainly in their shorter tails. Asian palm swift has very short legs which it uses only for clinging to vertical surfaces, since swifts never settle voluntarily on the ground.
These swifts spend most of their lives in the air, living on the insects they catch in their beaks. Asian palm swifts often feed near the ground, and they drink on the wing.
[info:wikipedia]

পাখি দেখুন পাখি চিনুন#৭১১.... .এশিয়ান পাম সুইফট.... কালারড পেন্সিল...এ৫ ...২০১৬... …[from the Ref. Photograph of Mr. Subrata Mukherjee]..... এশিয়ান পাম সুইফট (Cypsiurus balasiensis) একটি ছোট সুফট প্রজাতির পাখি। আগে এদের আফ্রিকান পাম সুইফট, Cypsiurus parvus প্রজাতি হিসেবে বিবেচনা করা হত।
এটা ক্রান্তীয় এশিয়ার একটি সাধারণ বাসিন্দা, যাদের বিচরণ ক্ষেত্র ভারত থেকে ফিলিপাইন্স ।
তাল গাছের পাতা নিজেদের লালার আঠা দিয়ে জুড়ে এরা বাসা বানায়। দুই বা তিনটে ডিম পাড়ে। 
13 সেন্টিমিটার লম্বা প্রজাতির প্রধানত রং ফ্যাকাশে বাদামী। এদের পাখার গঠন অদ্ভুত রকমের দীর্ঘ ওলটানো ধরনের , অর্ধচন্দ্র বা বুমেরাং এর অনুরূপ । শরীর সরু এবং লেজ লম্বা এবং গভীরভাবে চেরা। যদিও লেজ একসাথে থাকতেই দেখা যায় । এদের ডাক উচ্চ মাত্রার তীক্ষ্ণ আর্তনাদের মতো।
নারী পুরুষ একি রকম দেখতে। তরুণ পাখি প্রধানত তাদের খাটো লেজে প্রাপ্তবয়স্কদের থেকে পৃথক। এদের পা খুব ছোট , যা শুধুমাত্র উল্লম্ব স্থান আঁকড়ে ধরার জন্য ব্যবহার করে । এদের মাটিতে নেমে ঘুরে বেড়াতে দেখাই যায় না।
জীবনের বেশিরভাগ সময় এরা বাতাসে ভেসে থাকে, তার কারনে এদের বাংলা নাম বাতাসি। উড়ন্ত অবস্থাতেই পোকামাকড় ধরে খায় এবং উড়ন্ত অবস্থাতেই জল খায় ছোঁ মেরে।

No comments:

Post a Comment