Saturday, December 31, 2016

পাখী দেখুন পাখী চিনুন...রুফাস ব্রেস্টেড অ্যাক্সেন্টর...OBSERVE THE BIRD AND RECOGNIZE...RUFOUS BREASTED ACCENTOR



PAKHI DEKHOON PAKHI CHINOON #657. OBSERVE THE BIRD AND RECOGNIZE...RUFOUS BREASTED ACCENTOR ... WATERCOLOUR...A4.... 2016..[From the photograph of Mr. SUBRATA MUKHERJEE]... The rufous-breasted accentor (Prunella strophiata) is a species of bird in thePrunellidae family, endemic to the Himalayas, descending in the winter to lower-to-middle altitudes. It is found in Afghanistan, Bhutan, Tibet, India, Myanmar, Nepal, andPakistan.
Its natural habitat is temperate forests.
15 cm; 18 g. Has conspicuous supercilium white in front of eye, becoming broader and ochraceous above and behind eye, and blackish lateral crownstripe; blackish cheeks.
Song, delivered from rock or occasionally in flight, very frequent at start of breeding.
Invertebrates, including worms; small seeds, berries and fruit. Forages in skulking manner on ground beneath bushes.
Nest a deep cup of moss, dried stems and lichen, lined with grass.
Not globally threatened. Most widespread and abundant accentor in W of range; probably less numerous in China. No estimate of numbers available.[INFO:WIKIPEDIA]
পাখী দেখুন পাখী চিনুন #657....রুফাস ব্রেস্টেড অ্যাক্সেন্টর... OBSERVE THE BIRD AND RECOGNIZE...রুফাস ব্রেস্টেড অ্যাক্সেন্টর... WATERCOLOUR...A4.... 2016..[From the photograph of Mr. SUBRATA MUKHERJEE]... রুফাস ব্রেস্টেড অ্যাক্সেন্টর (Prunella strophiata), Prunellidae পরিবারের একটি প্রজাতি। হিমালয় মুল আবাসস্থল। শীতকালে নিম্ন থেকে মধ্য উচ্চতার অঞ্চলে নেমে আসে । আফগানিস্তান, ভুটান, তিব্বত, ভারত, মিয়ানমার, নেপাল এবং পকিস্তানে এদের দেখা পাওয়া যায়।
প্রাকৃতিক বাসস্থান নাতিশীতোষ্ণ বনাঞ্চল ।15 সেমি দীর্ঘ; 18 গ্রাম ওজন। চোখের ওপরে ভুরুতে সুস্পষ্ট সাদা রঙ যা কানের পেছন অবধি ক্রমশ মোটা হয়ে যায়। কালচে আড়া দাগের মকুটের মত থাকে এবং কালচে গাল এদের চিনতে সাহায্য করে।
এদের গান শোণা যায় পাথরের ওপর বসে থকা অবস্থায় বা ওড়ার সময়ে। প্রজনন শুরুর দিকে ডাকের মাত্রা খুব ঘন ঘন শোণা যায়।
অমেরুদন্ডী প্রানী, পোকামাকড়, ছোট বীজ, বেরি এবং বিভিন্ন ফল মূল খাদ্য। ঝোপের নিচেরদিকে মাটি খূঁড়ে খাবার খুঁজতে এদের প্রায়শই দেখা যায়। 
এদের বাসা শৈবাল জাতীয় জিনিষ দিয়ে তৈরি একটি গভীর কাপের মতো দেখতে হয়। শুকনো ডালপালা এবং ঘাস দিয়ে যা ভর্তি থাকে।
বিশ্বব্যাপী পরিসীমায় আপাতত এদের কোন রকম দুষ্প্রাপ্যতার সম্ভবনা নেই। চীনে কম ই দেখা যায়।

No comments:

Post a Comment