Monday, December 26, 2016

পাখি দেখুন পাখি চিনুন... কালিজ ফেজান্ট...[Observe the bird and recognize]... KALIJ PHEASANT

PAKHI DEKHOON PAKHI CHINOON#697…[Observe the bird and recognize]... KALIJ PHEASANT …Coloured pencil … a4..2016…[from the Ref. Photo graph of ???]
The kalij pheasant (Lophura leucomelanos) is a pheasant found in forests and thickets, especially in the Himalayan foothills, from Pakistan to western Thailand. Males are rather variable depending on the subspecies involved, but all have an at least partially glossy bluish-black plumage, while females are overall brownish. Both sexes have a bare red face and greyish legs (the latter separating it from the red-legged silver pheasant). It is generally common and widespread, though three of its eastern subspecies (oatesi, lineata and crawfurdi) are considered threatened and moffitti is virtually unknown in the wild.
The name is also spelt kaleege in old texts, such as Game Birds of India and Asia by Frank Finn, though no longer in his Indian Sporting Birds. It has also been introduced to Hawaii, where it is considered an invasive species because it consumes and disperses seeds of invasive plant species.
Male 63–74 cm (tail 21–35 cm), 795–1150 g; female 50–60 cm (tail 19–23·5 cm), 564–1025 g.
Omnivorous. Diet consists of items as diverse as bamboo seeds and small snakes, but especially termites, figs, forest yams and bamboo seeds. (Info : Wikipedia)

পাখি দেখুন পাখি চিনুন#৬৯৭... কালিজ ফেজান্ট... কালারড পেন্সিল ...এ৪ ...২০১৬... …[from the Ref. Photo graph of ???]

কালিজ ফেজান্ট (Lophura leucomelanos), হিমালয়ের পাদদেশ সহ, পাকিস্তান থেকে পশ্চিম থাইল্যান্ড এ বিচ রন কারী একটি রঙ্গীন পক্ষীবিশেষ যাদে
র বন ও ঘন ঝোপের মধ্যে পাওয়া যায় । এদের উপপ্রজাতির সব পুরুষ পাখিদের আংশিকভাবে চকচকে নীলাভ কালো পালক দেখা যায় । মেয়ে পাখিদের পুরো শরীরটাই বাদামী রঙের হয় । উভয়ের পালক হীন লাল মুখ এবং পাঁশুটে রঙের পা লক্ষ্যনীয় । এর কারনে এদের রেড লেগড সিল্ভার ফেজান্ট থেকে আলাদা করা যায়। বন্য এই পাখীদের পরিমাণ অনেক হলেও এদের তিনটি ইস্টার্ন উপপ্রজাতি (oatesi, lineata এবং crawfurdi) ক্রম বিলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। ফ্রাঙ্ক ফিন এর লেখা গেম বার্ডস অফ ঈন্ডিয়া অ্যান্ড এশিয়া বই তে ইংরাজীতে এই পাখিত নামের বানান লেখা আছে ‘kaleege’ , যদিও তার ইন্ডিয়ান স্পোর্টিং বার্ডস এ সেটা বদলে গেছে । হাওয়াই দ্বীপপুঞ্জে এই পাখী কে ‘invasive species’ বা আক্রমণকারী প্রজাতি হিসেবে বিবেচনা করা হয় । কারণ এদের কারনে অনেক উদ্ভিদ প্রজাতির বীজ নষ্ট হচ্ছে । পুরুষ 63-74 সেমি (লেজ 21-35 সেমি), 795-1150 গ্রাম; মহিলা 50-60 সেমি (লেজ 19-23 • 5 সেমি) । 564-1025 গ্রাম ওজন । মুলত সর্বভুক পাখি । বাঁশের বীজ ও ছোট সাপ খেতেও দেখা যায় । সাথেই উইপোকা, ডুমুর, বুনো আলু পছন্দের খাবার।

1 comment: