Thursday, December 29, 2016

পাখি দেখুন পাখি চিনুন ... হিউমস লিফ ওয়্যারব্লার...OBSERVE THE BIRD AND RECOGNIZE...HUME'S LEAF WARBLER

PAKHI DEKHOON PAKHI CHINOON NO. 675.. OBSERVE THE BIRD AND RECOGNIZE...HUME'S LEAF WARBLER... WATERCOLOUR...A4... 2016..[ From Ref. photograph of Mr. Satyaprakash Pandey]... Hume's leaf warbler or Hume's warbler (Phylloscopus humei) is a small leaf warbler which breeds in the mountains of inner Asia. This warbler is migratory and winters mainly in India.
This bird is named after Allan Octavian Hume. Like most similar songbirds, it was formerly included in the "Old World warbler" assemblage.
Hume's leaf warbler is one of the smallest "Old World warblers". Like most other leaf warblers, it has greenish upperparts and off-white underparts. With its long supercilium, crown stripe and yellow-margined tertial remiges, it is very similar to the yellow-browed warbler (P. inornatus). However, it has only one prominent light wing bar, just a faint vestige of the second shorter wing bar, and overall duller colours. It also has a dark lower mandible and legs.
Its song is buzzing and high pitched. The best distinction from the yellow-browed warbler is the more disyllabic call. While the eastern and western Hume's leaf warblers already show noticeable differences in mtDNA sequence and calls, their songs do not differ; they are reproductively isolated only by allopatry and not usually considered separate species.
This is a common bird of mountain woodlands at altitudes of up to 3,500m ASL. It occurs from the Hindu Kush and Karakoram east and north to the Tien Shan in China and the Altay Mountains in Mongolia.
Like most "Old World warblers", this small passerine is insectivorous.
[INFO:WIKIPEDIA]

পাখি দেখুন পাখি চিনুন - ৬৭৫... হিউমস লিফ ওয়্যারব্লার...WATERCOLOUR...A4... 2016...[ From Ref. photograph of Mr. SATYAPRAKASH PANDEY]... হিউমস লিফ ওয়্যারব্লার বা হিউমস ওয়্যারব্লার (Phylloscopus humei) একটি ছোট লিফ ওয়্যারব্লার পাখি যা এশিয়া পাহাড়গুলিতে বিচরণ করে। ৩৫০০মিটার উচ্চতায় পাহাড়ের অরন্যে এদের মূল বসবাস। উত্তর হিন্দু কুশ ও কারাকোরামের পূর্ব দিক হয়ে চিনের তিয়েন শান ও মঙ্গোলিয়র আলতাই পর্বতমালাতে বিচরণ করে। 
এরা পরিযায়ী গোত্রের এবং ভারতে শীতকালে দেখা যায়।
এই পাখির নামকরণ অ্যালরণ অক্টাভিয়ান হিউমের নামে নামকরণ করা হয়েছে। আগে এদের"ওল্ড ওয়ার্ল্ড ওয়্যারব্লার " দের মধ্যে এদের অন্তর্ভুক্ত করা হয়েছিল অন্যান্য গায়ক পাখিদের মতই।
হিউমস লিফ ওয়্যারব্লার অন্য তম ক্ষুদ্র "ওল্ড ওয়ার্ল্ড ওয়্যারব্লার " । অধিকাংশ অন্যান্য লিফ ওয়্যারব্লার দের মতই এদের সবুজাভ উপরিভাগ এবং অফ হোয়াইট নিম্নভাগ রয়েছে। এদের লম্বা ভুরু পালক , ডোরাকাটা মস্তকাবরণ এবং হলুদ আভাযুক্ত পাখনা এদের (পি inornatus) অনুরূপ করে দেখায়। যদিও এদের ডানায় শুধুমাত্র একটি হালকা স্ট্রাঈপ দেখতে পাওয়া যাজায়।পাখনার দ্বিতীয় ভাগে হাল্কা দাগটি থাকে।সামগ্রিকভাবে ফ্যাকাশে রংএর হয়। এদের পা এবং ঠোঁটের নিম্নভাগ কালছে ধরন্রনের। 
এদের গান ধরণ উচ্চমাত্রার ভোঁ ভোঁ ধরনের। ইয়েলো ব্রোড ওয়্যারব্লারের দ্বিস্বরা ডাকের ধরণ পার্থক্য টা বুঝতে সাহায্য করে। পূর্ব ও পশ্চিম প্রান্তের হিউমস লিফ ওয়্যারব্লারদের এমটি ডিএনএ ও এবং ডাকের ক্রমানু্সার বিশ্লেষণ করে দেখা গেছে বিশেষ লক্ষণীয় পার্থক্য নেই। এরা প্রজননগতভাবে শুধুমাত্র বিচ্ছিন্ন এবং সাধারণত আলাদা প্রজাতি হিসেবে বিবেচনা করাও হয় না।
অধিকাংশ ওল্ড ওয়ার্ল্ড ওয়্যারব্লারদের মত এরা কীটভক্ষক হয়।

No comments:

Post a Comment