Friday, December 30, 2016

পাখি দেখুন পাখি চিনুন ... রুফাস উইংড ফুলভেট্টা....OBSERVE THE BIRD AND RECOGNIZE...RUFOUS WINGED FULVETTA

PAKHI DEKHOON PAKHI CHINOON #661. OBSERVE THE BIRD AND RECOGNIZE...RUFOUS WINGED FULVETTA... WATERCOLOUR...A4... 2016..[From the photograph of MEGH ROYCHOUDHURY Maam]... The rufous-winged fulvetta (Alcippe castaneceps) is a bird species of thePellorneidae family. Its common name is misleading, because it is not a close relative of the "typical" fulvettas, which are now in the genus Fulvetta.
The black-crowned fulvetta (A. klossi) was until recently included here as a subspecies.
This 11 cm long bird has a dark-streaked chestnut crown, white supercilium brown upperparts and pale underparts. The wings show a striking contrast between the bright rufous primaries and the black coverts.
This is a noisy species with a rich warbled ti-du-di-du-di-du-di-du song and wheezytsi-tsi-tsi-tsi call.
It is common in evergreen montane forests above 1200 m ASL, often feeding on vertical trunks.

পাখি দেখুন পাখি চিনুন#৬৬১ ... রুফাস উইংড ফুলভেট্টা(Alcippe castaneceps) ... ওয়াটার কালার ...a4 ...২০১৬ ...[From the photograph of MEGH ROYCHOUDHURY Maam]... Pellorneidae পরিবারের একটি পাখি প্রজাতি। এরসাধারণ নামটি, বিভ্রান্তিকর কারণ এরা প্রকৃত ফুলভেট্টার ঘনিষ্ঠ আত্মীয় নয়। যা মহাজাতি Fulvetta এখন.
ব্ল্যাক ক্রাউন্ড ফুলভেট্টা (A. klossi) রুপে পরিচিতি ছিল সম্প্রতি এদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই 11 সেমি দীর্ঘ পাখিটির একটি গাঢ় ডোরাকাটা বাদামী মুকুট থাকে। সাদা ভুরু বাদামী উপরিভাগ এবং তুলনামূলক ভাবে ফ্যাকাসে নিম্নভাগ। ডানা উজ্জ্বল রুফাস এবং কালোর পালকাবরনে আকর্ষণীয় বৈসাদৃশ্যময়তা সৃষ্টি করে।
এরা বেশ ভালো কলরব তৈরিতে সক্ষম পাখি। টি ডু ডি ডু ডি ডু ডি ডু এবং tsi-TSI-TSI-TSI ডাক শোণা যায় এদের থেকে।
চিরহরিৎ পার্বত্য বনাঞ্চলের উপরে 1200 মিটার উচ্চতায় এদের দেখা মেলে।

No comments:

Post a Comment