Wednesday, December 28, 2016

পাখি দেখুন পাখি চিনুন ....রুফাস ব্রেস্টেড বুস রবিন ..OBSERVE THE BIRD AND RECOGNIZE..RUFOUS BREASTED BUSH ROBIN

PAKHI DEKHOON PAKHI CHINOON NO. 685. OBSERVE THE BIRD AND RECOGNIZE..RUFOUS BREASTED BUSH ROBIN... WATERCOLOUR...A4... 2016..[ From Ref. photograph of Mr. DIBYENDU ASH]...The rufous-breasted bush robin (Tarsiger hyperythrus) is a species of bird in the family Muscicapidae. It is found in Bangladesh, Bhutan, China, India,Myanmar, and Nepal. Its natural habitat is temperate forests. C & E Himalayas and S China (SE Xizang, NW Yunnan); probably breeds N Myanmar. Breeds in heavy mixed conifer forest.
2–13 cm; 11–16 g. Male is dark royal blue above, with blackish face (including malar), paler shining blue forehead and supercilium, shoulder and rump.
Song reportedly a simple lisping warble, “zeew zee zwee zwee” or “te rree treyre”.
Food mainly Insects. Forages on ground.
Altitudinal migrant in Himalayas; apparently a short-distance migrant in China.

পাখি দেখুন পাখি চিনুন - ৬৮৫....রুফাস ব্রেস্টেড বুস রবিন ..কালারড পেন্সিল...এ৫... 2016..[ From Ref. photograph of Mr. Rajesh Panwar]..রুফাস ব্রেস্টেড বুস রবিন (Tarsiger hyperythrus) Muscicapidae পরিবার ভুক্ত পাখির একটি প্রজাতি।বাংলাদেশ, ভুটান, চীন, ভারত, মিয়ানমার, নেপালে দেখতে পাওয়া যায় । প্রাকৃতিক বাসস্থান নাতিশীতোষ্ণ বনাঞ্চল । মধ্য ও পূর্ব হিমালয় এবং দক্ষিন চীন ( দক্ষিন পূর্ব Xizang, উঃপঃ ইউনান); সম্ভবত উত্তর মায়ানমার এদের প্রজননকালীন আবাসস্থল। ঘন কনিফার বনাঞ্চল এই প্রজাতি পছন্দ করে।
মোটামুটি ১৩ সেমি পর্যন্ত লম্বা হয়। ১১-১৬ গ্রাম ওজন । পুরুষপাখিদের উপরিভাগ কালছে রাজকীয় নীল, চোয়ালের একটি অংশ সহ কালচে মুখ, ফ্যাকাশে জ্বলজ্বলে নীলছে কপাল এবং ভুরু, কাঁধ এবং লেজ ।
এদের গান একটি সহজ সুরের "zeew Zee zwee zwee" বা “te rree treyre” ।
মাটিতে ঘুরে ঘুরে পোকামাকড় ধরে খায়। 
হিমালয়ের উচ্চতা অনুসারে এদের পরিযায়ী হতে দেখা যায়। চীনে মাঝেমধ্যে এই পাখিদের দেখা পাওয়ার নজির আছে।

No comments:

Post a Comment