Friday, December 30, 2016

পাখি দেখুন পাখি চিনুন ... .রেড-টেইলড শ্রাইক্ ...OBSERVE THE BIRD AND RECOGNIZE...RED TAILED SHRIKE

PAKHI DEKHOON PAKHI CHINOON #663. OBSERVE THE BIRD AND RECOGNIZE...RED TAILED SHRIKE... WATERCOLOUR...A4... 2016..[From the photograph of Mr. Pranjal J Saikia]... The red-tailed shrike (Lanius phoenicuroides) is a member of the shrike family (Laniidae). It was formerly considered conspecific with the isabelline shrike and the red-backed shrike. The red-tailed shrike breeds in south Siberia and central Asia.
Other common Names Rufous-tailed Shrike, Isabelline shrike , Central Asian Shrike, Pale-brown Shrike, Daurian Shrike, Turkestan Shrike (phoenicuroides), Turkestan Red-tailed Shrike (phoenicuroides)
This migratory medium-sized,[ 17•5–18 cm; 25–34 g. Rather small, compact but long-tailed shrike] passerine birds eats large insects, small birds, rodents and lizards. Like other shrikes it hunts from prominent perches, and impales corpses on thorns or barbed wire as a larder. It breeds in open cultivated country, preferably with thorn bushes.
The plumage is a sandy colour. It has a red tail.[info:wikipedia]

পাখি দেখুন পাখি চিনুন#৬৬৩ ... .রেড-টেইলড শ্রাইক্ (Lanius phoenicuroides)... ওয়াটার কালার ...a4 ...২০১৬ ...[From the photograph of Mr. Pranjal J Saikia]...রেড-টেইলড শ্রাইক্ শ্রাইক্ পরিবার (Laniidae) এর একটি সদস্য। এরা পূর্বে ইসাবেলাইন শ্রাইক্ এবং রেড ব্যাকড শ্রাইক এর সঙ্গে সম্পর্ক যুক্ত রুপে সম্পর্ক যুক্ত বিবেচিত ছিল। দক্ষিণ সাইবেরিয়া ও মধ্য এশিয়ায় রেড-টেইলড শ্রাইক্ প্রজাতি মূলত প্রজনন করে।
অন্য প্রচলিত নাম সমূহ রেড-টেইলড শ্রাইক, ইসাবেলাইন শ্রাইক্, মধ্য এশিয়ার শ্রাইক্, ফ্যাকাশে বাদামী শ্রাইক, ডওরিয়ান শ্রাইক্, তুর্কিস্তান শ্রাইক্ (phoenicuroides), তুর্কিস্তান রেড-টেইলড শ্রাইক্ (phoenicuroides)।
এই পরিযায়ী পাখিটি মাঝারি আকারের, 17 • 5-18 সেমি দীর্ঘ; 25-34 গ্রাম ওজন।পালকের রঙ বালির মত সাথে লাল লেজ ।
শরীরে ছোট, কিন্তু দীর্ঘ-লেজ যুক্ত শ্রাইক্ প্রজাতি। চড়াই-জাতীয় এই পাখিটি বড় পোকামাকড়, ছোট পাখি, ইঁদুর এবং টিকটিকি খায়। অন্যান্য শ্রাইকদের মত এটা উঁচু স্থান থেকে ঝাঁপ দিয়ে শিকার করে এবং ভাঁড়ারঘর হিসাবে কাঁটাতার বা কাঁটা গাছকে ব্যবহার করে। কাঁটায় আটকানো শিকার থেকে এদের খেতে দেখা একটা অতি সাধারন ঘটনা। কাঁটা ঝোপ আছে এমন জায়গাতেই এরা বাসা বানায়।

No comments:

Post a Comment