Tuesday, December 27, 2016

পাখি দেখুন পাখি চিনুন... ফরেষ্ট আউলেট ... [Observe the bird and recognize]... FOREST OWLET

PAKHI DEKHOON PAKHI CHINOON@691..[Observe the bird and recognize]... FOREST OWLET... A4.. WATERCOLOUR...[Ref. Photo Coutesy Internet] ... The forest owlet (Athene blewitti) is an owl that is endemic to the forests of central India. This bird is on the verge of extinction. This species belongs to the typical owls family, Strigidae. After it was described in 1873 and it was not seen after 1884 and considered extinct until it was rediscovered 113 years later in 1997 by Pamela Rasmussen. Searches for the species in the locality given in the label of the last collected specimen failed and it was discovered that the specimen had been stolen from the British Museum by Richard Meinertzhagen and resubmitted with a label bearing false locality information.The forest owlet remains critically endangered, and the population in 2015 was estimated by Birdlife International at less than 250.
The forest owlet is small (23 cm) and stocky. It is a typical owlet with a rather unspotted crown and heavily banded wings and tail. They have a relatively large skull and beak. Unlike the spotted owlet, the forest owlet has the fewer and fainter spots on the crown and back. The upperparts are dark grey-brown. The upper breast is almost solid brown and the sides are barred with a white central wedge in the lower breast that is sometimes unmarked, especially in males.
It was observed in one study that nearly 60% of prey were lizards (including skinks), 15% rodents, 2% birds and the remaining invertebrates and frogs.[info Wikipedia]

পাখি দেখুন পাখি চিনুন@৬৯১... ফরেষ্ট আউলেট ... ওয়াটার কালার...এ৪ ...২০১৬ ... ফরেষ্ট আউলেট( Athene blewitti) পেঁচার একটি প্রজাতি যাদের মধ্য ভারতের অরণ্য এলাকায় দেখতে পাওয়া যায়। এই প্রজাতি মূল পেঁচা পরিবার, Strigidae এর অন্তর্ভুক্ত। 1873 সালে এর উল্লেখ পাওয়া যায় এবং 1884 এর পরে আর দেখা না যাওয়ায় একে বিলুপ্ত বিবেচিত ক রা হয়েছিল। 113 বছর পরে পুনরাবিষ্কার হয় পামেলা রাসমুসেন দ্বারা 1997 সালে । ফরেষ্ট আউলেট বর্তমানে বিপন্ন প্রজাতি ঘোষিত হয়েছে , 2015 সালে বার্ডলাইফ ইন্টারন্যাশনালের অনুমান অনুযায়ী মাত্র 250 টি আর অবশিষ্ট ছিল।
ছোট (23 সেমি) এবং বেশ গাঁট্টাগোট্টা ধরনের হয় এই প্যাঁচা গুলি। মূলত ছোপহীন মাথা এবং ডুরে কাটা পাখনা এবং লেজ । অপেক্ষাকৃত বড়মাপের মাথার খুলি এবং ঠোঁট বিশিষ্ট। স্পটেড আউলেটের তুলনায় এই প্যাঁচাদের মাথা এবং পিঠে হাল্কা দাগ দেখা যায় । উপরি ভাগ গাঢ় ধূসর-বাদামি। উপরের বুকের অংশ প্রায় গাঢ় বাদামী এবং বুকের মাঝখানে দাগ থাকেই না বলা যায় বিশেষত পুরুষদের । 
গবেষণা অনুযায়ী এরা যে শিকার করে তার প্রায় 60% টিকটিকি, 15% তীক্ষ্ণদন্ত প্রাণী, 2% পাখি এবং অবশিষ্ট অমেরুদন্ডী এবং ব্যাঙ ।

No comments:

Post a Comment